কেন আমি চাইব না এমন স্বামী

লিখেছেন লিখেছেন বিনতে আইয়্যুব ১৬ আগস্ট, ২০১৭, ০৫:৪১:০৬ বিকাল

কেন আমি চাইব না এমন স্বামী?

যে তার নিজের জানের চাইতেও ভালবাসবে আল্লাহ্ ও তাঁর রাসূলকে

কেন আমি চাইব না এমন স্বামী?

যে আমার চাইতেও ভালবাসবে তার বাবা-মা কে

কেন আমি চাইব না এমন স্বামী?

যার প্রতিটা কাজ হবে সুন্নতী

কেন আমি চাইব না এমন স্বামী?

যে দু'মুঠো ভাত খেয়েও বলে"'আলহামদুলিল্লাহ"

কেন আমি চাইব না এমন স্বামী?

যে কুড়ে ঘরে থেকেও বলে দুনিয়া আমার ঘর নয় হে আল্লাহ

কেন আমি চাইব না এমন স্বামী?

যার চরিত্রের মধ্যেই ফুটে উঠে সাহাবীদের (রাদিয়াল্লাহুআনহুম) চরিত্র

কেন আমি চাইব না এমন স্বামী?

যে আমার দ্বীনদারী দেখে বিয়ে করবে বংশ দেখে না

কেন আমি চাইব না এমন স্বামী?

যার আমল হবে আমলে সলেহ

কেন আমি চাইব না এমন স্বামী?

যার প্রত্যেকটা কাজ হবে শুধু আল্লাহর জন্যে

কেন আমি চাইব না এমন স্বামী?

যে তার প্রভৃত্তীর অনুসর করবে না আল্লাহর জন্যে

কেন আমি চাইব না এমন স্বামী?

যে হবে মুত্তাকীদের ইমাম

কেন আমি চাইব না এমন স্বামী?

যে তার নিজের জান, মাল দিতে প্রস্তুত হয়ে যায় আল্লাহ্‌ ও তাঁর রসূলের (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) জন্য

যদি আমি তা চাইতেই না পারি,

তবে এখনও আমি বিয়ের উপযুক্তই হই নি।।।।।

বিষয়: বিবিধ

৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File