আগুনের সংকেত
লিখেছেন লিখেছেন ভাবুক ০৫ আগস্ট, ২০১৭, ০৮:২৯:০৫ রাত
পানির সংকেত H2O,তাহলে আগুনের সংকেত কি?এই প্রশ্ন আমাদের মনে আসে? না,আসেনা।যখন কোনো বিষয় নিয়ে আমরা ভাবি তাহলে সেই বিষয় সম্পর্কে না না প্রশ্ন গিজগিজ করে।কিন্তু আমরা নিজেদের ভাবাই না কিংবা ভাবার সময়ই পাইনা।তাই আমাদের মাথায় কোনো প্রশ্ন জাগেনা। এবার আগুন নিয়ে বলি-" আগুন হচ্ছে অক্সিজেনের কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার নির্গত শক্তি।এটি অক্সিজেনের দাহ্যরুপ মাত্র।তাই অক্সিজেনের সংকেতকে আগুনের সংকেতও বলা যায়।তবে আগুন কোনো রাসায়নিক পদার্থ না,এটি হচ্ছে রাসায়নিক পদার্থ হতে নির্গত শক্তি।আর শক্তির কোনো রাসায়নিক সংকেত হয়না।"
,
,
তথ্য নির্যাস:WikiPedia
বিজ্ঞান খন্ড:৩
ইসমাইল হোসেন
বিষয়: বিবিধ
২৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন