কবিতা, “নির্বাক”
লিখেছেন লিখেছেন এম আর তালুকদার ১৯ জুলাই, ২০১৭, ০৪:৫৯:০৮ বিকাল
“নির্বাক”
____এম, আর, তালুকদার
.
অনেক কিছুই বলতে পারি
বলার বিষয় ভুড়ি ভুড়ি
তবুও চোখ বন্ধ করি
সবপ্নগুলো জড়িয়ে ধরি।
.
বলতে গেলে কেঁপে উঠি
জীবনটা ছিল পরিপাটি
ঝড় আসে বারেবারে
যেতে চাই ঐপারে।
.
ভেবে পাইনা কি বলবো!
কিভাবে কোন পথে চলবো!
সবার দেখি বেজায় গতি
মুখোশ পরে পতিতাও স্বতী,
আমি কেবল দোষী মানুষ
উড়াতে পারিনা রঙিন ফানুস।
.
.
.
.
# কাব্য, #লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ২৮ অগ্রাহায়ন ১৪২৩ বঙ্গাব্দ, ১২ ডিসেম্বর ২০১৬ খিষ্টাব্দ, রাত ১১: ১৫ মিনিট।
বিষয়: বিবিধ
৬৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন