এই যে গার্জিয়ান আপনাকেই বলছি

লিখেছেন লিখেছেন এন কে এম ইরফান ১৪ এপ্রিল, ২০১৭, ০১:১৩:০৪ রাত



আগামী ১৪ই এপ্রিল, শুক্রবার কি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন ?

কেন পাঠাচ্ছেন ? বৈশাখ পালন করতে ?? অমঙ্গলযাত্রা করতে ??

কেন ? সরকারের আদের্শ, স্কুল কর্তৃপক্ষের নির্দেশ ??

কিন্তু কাজটা কি সঠিক হচ্ছে ??

-সরকার ও স্কুল কর্তৃপক্ষ তো অনেক সিদ্ধান্তই নেবে, আপনার সন্তানকে কি সবগুলো পালন করতে হবে ?

-ইউনেস্কো ঐতিহ্য ঘোষণা করলেই আপনার সন্তানকে মাঠে নামতে হবে এর দলিল কি ?

-আপনার ধর্ম কি বৈশাখী পূজা ও অমঙ্গল পূজাকে সমর্থন করে ??

-আপনার কোমলমতি শিশু এসব পূজা-অচর্না দেখে কি শিখবে ??

-এ সব অনুষ্ঠানে পুরুষরা যায় নারী নিপীড়ন করতে, আর নারীরা যায় নিপীড়িত হতে। আপনি কি চান আপনার সন্তান ছোট বেলা থেকেই যে কোন এক দলের অন্তর্ভক্ত হোক ??

-এ সব অনুষ্ঠানে নিরাপত্তা কতটুকু ? শুনেছি জেএমবি নামক একটি উগ্রবাদী সংগঠন নাকি এ সব অনুষ্ঠানে বোমা হামলার করার হুমকি দিয়েছে (http://bit.ly/2nCWaS6), এ অবস্থায় আপনার সন্তান কতটুকু নিরাপদ। আর আপনার সন্তানের যদি কিছু হয়েই যায়, তবে তার ক্ষতিপূরণ দেবে কে ?

সংবিধানের ৪১ এর ২ উপধারায় বলা আছে- এক ধর্মের ছাত্র-ছাত্রীকে অন্যধর্মের অনুষ্ঠান করতে বাধ্য করা যাবে না। সে হিসেবে একজন মুসলিম শিক্ষার্থী কখনই বৈশাখী পূজা ও অমঙ্গলপূজা করতে বাধ্য নয়। এ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরকারকে আইনী নোটিশ পাঠিয়েছে একজন উকিল (http://bit.ly/2ps5DIj)। সে হিসেবে আপনার সন্তানকে বেআইনী কাজ করাতে কখনই বাধ্য করাতে পারে না স্কুল কর্তৃপক্ষ।

আমার মনে হয়, গার্জিয়ানরা একটা কাজ করতে পারেন। ঐ দিন তো শুক্রবার। সবাই তাদের সন্তানদেরকে আগেভাগেই ধর্মীয় উপাসনালয়ে পাঠিয়ে দিতে পারেন। এতে কিছুটা হলেও নৈতিকতা শিখবে। কিন্তু এসব রাক্ষস-খোক্ষস নিয়ে মিছিল করলে কিছুই শেখা যাবে না। শেখা যাবে শুধু অপসংস্কৃতি, অনৈতিকতা আর ধোকাবাজি, যা একটা শিশুমনকে কলুষিত করে তুলবে।

তাই আগে থেকেই সাবধান, ভুলেও ঐদিন বাচ্চাকে স্কুলে পাঠাবেন না।

-------------------------------------------------------------

বিষয়: বিবিধ

৬৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File