ভালবাসার অনুভূতি

লিখেছেন লিখেছেন আশফাক জুনেদ ১০ মে, ২০১৭, ১১:১৪:০০ সকাল

আর মাত্র কয়েক ঘন্টা তারপর তুমি চলে যাবে অনেক দুরে।।

আমার থেকে কয়েক হাজার কিলোমিটার দুরে।।।

কিন্তু তোমার এই চলে যাওয়ায় কেউ যদি সবচেয়ে বেশি কষ্ট পায় সে হলাম আমি।।।

জানি না কেন মনে হচ্ছে কি একটা আমার বুকের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে।।

যেটা আমার নিকট অনেক দামী।। তাহলে কি আমি তোমাকেই সত্যি ভালবাসে ফেলেছি ।।

হয়তো হবে তা নাহলে এমন ফিলিংস হবে কেন।।

যাই হোক ভালবেসে কি হবে, তুমি তো চলে যাবে।।

জানি না আর কোনদিনে তোমার সাথে কথা কিংবা দেখা হবে কিনা।।

হয়ত এটাই শেষ দেখা বা শেষ কথা।। যখন তুমি আসবে তখন হয়তো আমায় পাবে না, আমিও তোমার মতো দুর কোথায় চলে গেছি।।।

এভাবেই চলবে তুমি আসলে আমি নেই আর আমি আসলে তুমি নেই।।

আর বহুবছর পর হঠাৎ দেখা হলে হয়তো এভাবে আর কথা হবে না, স্বামি সংসার নিয়ে ব্যস্ত থাকবে।।

আর আমি চেয়ে চেয়ে হাসব নয়তো কান্নার জলে হারিয়ে যাব।।

আর কিছু লেখার নেই,লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি,।।

প্রচন্ড মিস করবো তোমায়।।

প্রচন্ড।।

মিস ইউ।।

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File