ভালবাসার অনুভূতি

লিখেছেন লিখেছেন আশফাক জুনেদ ২৪ এপ্রিল, ২০১৭, ০৬:৫০:৫১ সন্ধ্যা

বাইরে বসে বৃষ্টির প্রতিটা ফুটা মাটিতে

কিভাবে পড়ছে তা দেখছিলাম,বৃষ্টিতে

বিজতে ভালো লাগে তাই হাতটা

বাড়ালাম হঠাৎ দেখলাম আকাশ থেকে

একটা জলমলে বৃষ্টির ফোটা এসে হাতে

পড়ছে, যা হাতে পড়ার সাথে সাথে শিউরে

উঠলাম, আচমকা খুশিতে গা কেঁপে উঠল,এমন

খুসি বুঝি আমি আগে কখনও হইনি। হ্যাঁ এত

খুশি হয়েছিলাম যে তা আপনাদের সাথে

শেয়ার করার সময়ও মেলে নি।

এতটাই আবেগপ্লুত হয়েছিলাম।পরে এই

জলমলে বৃষ্টির ফোটাটা সযত্নে বুকের

পাজরে রেখে দেই। কারন তা আমি

হারাতে চাই না। থাকুক সারাজীবন

এভাবে জলমলে।আলো দিয়ে যাক প্রতিটা

মুহুর্তে। পরিশেষে কৃতজ্ঞতা বৈশাখের এমন

বৃষ্টিময় দিনকে,যা আমার আমার জীবনে

বয়ে এনেছে অনন্য এক মুহুর্ত।

তাই আমার কাব্যের তালিকায় এই দিনের

দিনলিপি টি সুন্দর ভাবে উপস্থাপিত

থাকবে।

ধন্যবাদবর্ষণমুখর এমন দিনকে।

বিষয়: বিবিধ

৭৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File