#মাজলুমানের_ঈদ

লিখেছেন লিখেছেন সত্যানুগ ২৫ জুন, ২০১৭, ০১:৪৩:১৫ দুপুর



আজ আমায় মনটা বড়ই ভঙ্গ,

প্রকৃতি দিচ্ছে আমায় সঙ্গ।

যতবার চাইছি একটু হাসিতে,

অঝরে ঝরছে বারি কপল বেয়ে।

ভাইয়ার রক্তমাখা মুখটি আজ,

হৃদয়টা দুমড়ে মুছড়ে করছে ভাজ।

প্রভু তুমি সবই জান,

ঈদ কি আমার জন্য?

ভাইটি তোমার কাছে,

বাবা যে অন্ধ ঘরে।

আম্মাকে পাই না খুজে,

আপুনি অনেক দূরে।

এভাবেই কাটছে ঈদ,

বিগত কয়েক বছর।

তবুও প্রভু তোমার,

করিগো হাজার শোকর।

মিনতি এই যে আমার,

প্রভুগো দরবারে তোমার।

দুঃখ যত দিও আমার, হিম্মত দিও সহিবার।

আর দিও হাশর দিনে,

নাজাত আমায়, তুমি হাতে।

বিষয়: বিবিধ

৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File