#পুণ্যভুমির_পুণ্যদর্শন

লিখেছেন লিখেছেন সত্যানুগ ৩০ এপ্রিল, ২০১৭, ১০:০০:৩৬ সকাল



আমার মনে হয়,সিরিয়ার বিধ্যস্ত এলাকার এই আম্মাজানের ছবিটিই হবে ২০১৭ সালের আলোচিত সেরা ছবি। ছবিটি যতবার দেখেছি হৃদয়েরর রক্তখনন বেড়েই চলেছে।যতবার ওকে নিয়ে কিছু লেখার চিন্তা করেছি ততবারই চোখ দুইটা ঝাপসা হয়ে গেছে।এবারও তার ব্যতিক্রম হয়নি,,,আমার দেহের প্রতিটি রক্তকণিকা যেন বিদ্রোহ করে চলেছে,আর আমাকে বার বার প্রশ্নে জর্জরিত করে চলেছে,আমাদের কি কিছুই করার নাই? ক্ষুধা,তৃষ্ণা,ক্লান্ত যে জাতিকে পরোপকার করা থেকে দূরে রাখতে পারে না, সেই জাতির জন্য, সেই মা,বোন,ভাইদের জন্য কি সত্যি আমরা কিছুই করতে পারি না? আম্মরে তুমিতো তোমার কাজের মাধ্যমে তোমার পরিচয় তুলে ধরেছো, কিন্তু আমরা যে তোমার অক্ষম সন্তান, তোমার পায়ের ধুলা নেওয়ার যোগ্যতাও যে আমাদের নাই।আমরা যে তোমাকে বাঁচাতে পারছি না,আমরা যে বড়ই

বিষয়: বিবিধ

৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File