তারা থেমে নেই! আমরাই থমকে যাই!
লিখেছেন লিখেছেন Ruman ১৬ আগস্ট, ২০১৮, ০৮:৫১:৫৮ রাত
তারা! যারা মানবতার দুশমন। ইসলামের দুশমন। যাদের আঘাতে রক্তাক্ত হয়েছিল মধ্যপ্রাচ্য। হচ্ছে এখনো। হয়েছিল ক্রুসেড।
তারা এখনো সোচ্চার। আঘাত হানছে ক্ষণে ক্ষণে। লিখনী বক্তৃতা বা দাওয়াতি কার্যক্রমে। কিংবা সংবাদ ও সংবাদপত্রের মাধ্যমে।
আশ্রিত রোহিঙ্গাদের বড় একটি অংশ এখন ক্রুসেডার ধর্মে দীক্ষিত হয়েছে এবং হচ্ছে।
সংবাদটা শুধু সংবাদ নয়। বাস্তব।
ইতিহাসের নিকৃষ্টতম হত্যাযজ্ঞ করেছে মিয়ানমার সেনাবাহিনী। উচ্ছেদ করেছে একটি বৃহৎ জনগোষ্ঠিকে। অপরাধ তারা মুসলমান। জীবন বাঁচাতে। বেঁচে থাকার অদম্য ইচ্ছায় দেশের সীমান্ত পেড়িয়েছে লাখো রোহিঙ্গা ।
তারা অসহায়। নিরূপায়। কর্মসংস্থান নেই। জীবনের কোন আশা নেই। লাখো শিশুর ভবিষ্যত কী? কারো জানা নেই। অনিশ্চিত এক ভবিষ্যতের পথে দশ লাখ বনী আদম।
এক সময় আবেগ ছিল। উলামা ও দরদী মানুষের ভীর ছিল সেথায়। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বক্তাদের দরাজ কণ্ঠে ছিল প্রতিবাদ ও প্রতিকারের হুংকার।
কিন্তু এখন?
থেমে গেছে সব।
তবে সন্তর্পণে পা এগিয়েছে হায়েনারা। ঈমান হরণকারী হায়েনা। যাদের চোখগুলো মায়াবী সর্পের মত। গায়ের চামড়া শ্বেত ভল্লুকের। ভিতরটা কুফরের অন্ধকারে ঢাকা। সাহায্যের নামে যারা ছোবল বসায় ঈমানে-আকীদায়। সারল্য আর দারিদ্রতার সুযোগে পাল্টে দেয় আখেরাতের মোড়। করে ধর্মান্তরিত।
দেখার কেউ নেই। ভাবার কেউ নেই।
সর্বশেষ পরিস্থিতি দেখতে ও খানিক সহযোগিতা নিয়ে রোহিঙ্গা শিবিরের পথে আমাদের ৮ম যাত্রা। আগামী ১৮ই আগষ্ট ২০১৮ ঈসাব্দ রোজ শনিবার দিবাগত রাত। ইনশাআল্লাহ।
জানি কিছুই করতে পারবো না। চোখটা মেলে দেখবো। হয়তো চোখের কোণে জমা হবে অক্ষমতার অশ্রু।
হে আল্লাহ! সারা বিশ্বের নিপেড়িত মুসলমানদের হিফাযত কর। আমীন। ছুম্মা আমীন।
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন