যারা বিবাহিত তাদের পড়ার অনুরোধ করছি। ব্যাভিচার এক ধরনের ঋণ !
লিখেছেন লিখেছেন Ruman ২৬ আগস্ট, ২০১৭, ০৭:১২:১২ সকাল
বোখারা শহরে এক জুয়েলারী তথা স্বর্ণের দোকানি ছিলো। ঘরে ছিলো তার সুন্দরী স্ত্রী।
নিয়ম মাফিক একদিন রাতে লোকটিঘরে এসে দেখল তার স্ত্রী বসে বসে কাঁদছে।
কারণ জিজ্ঞেস করলে স্ত্রীবললো, আজকে অনেক বড় গোনাহ হয়েগেছে।
বললো,
যে লোকটি অনেক দিন যাবত আমাদের ঘরে দুধ দিয়ে যেত সে আজকে দুধ দেয়ার সময় আমার হাত ধরে টিপা টিপি করছে।
ম্যাচিউরিটি হবার পর থেকে এ পর্যন্ত আপনি ছাড়া কেউ আমার হাত ধরেনি।
অভাবনীয় এই পাপাচারের কারণে আমি ক্ষোভ -দুঃখের অনলে দগ্ধ হচ্ছি প্রতি নিয়ত আর কান্না করছি অবিরত।
এই কথা শুনে স্বামীর চোখ দিয়ে ঝরঝরকরে অশ্রু বের হয়ে এলো।
লোকটি বলল,আজকে দোকানে এক মহিলা কাস্টমারকে স্বর্ণের চূড়ি পরানোরছলে তার হাত ধরে আমি টিপা টিপি করছিলাম।
ব্যাভিচারের যেই ঋন আমি নিয়েছিলাম স্বীয় কাঁধে সেই ঋণ তুমি শোধ করেছ।
আজ এই মূহুর্তে আমি আল্লাহর কাছে তাওবা করছি আমরণ আর কখনো ব্যাভিচার করবো না।
তবে তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট,আগামী কাল দুধওয়ালা তোমার সাথে কি আচরণ করে আমাকে দয়া করে বলবে।
পরদিন স্বামী দোকানে চলে গেলোএবং যথা সময়ে দুধ ওয়ালা দুধ দিতে এসে কালক্ষেপন না করে মহিলাটির পায়ে পড়ে বললো -মা....!
শয়তানের প্রতারণায় প্রতারিত হয়ে গতকাল অনেক বড় গুনাহ করে ফেলেছিএবং বিনিদ্র রজনী যাপন করে মাওলার দরবারে তাওবা করেছি।
এধরনের পাপাচার আর কোনদিন করব না;দয়া করে আপনি আমাকে ক্ষমা করেদিন।
মহিলাটি তাকে ক্ষমা করেদিল।
রাতে যখন স্বামী দোকান থেকে ফিরলো স্ত্রী পুরো ঘটনা তাকে শুনালেন পরে স্বামী আনন্দ চিত্তে বললো পরিবারের পুরুষরা যদি পরনারীর অবৈধ সংসর্গ থেকে তাওবা করে, তাহলে পৃথিবীর তাবৎ পুরুষ সেই পরিবারের নারীদের অবৈধ সংসর্গ থেকে তাওবা করবে।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন