তুর্কি প্রধানমন্ত্রী তায়েফ এরদোয়ান।

লিখেছেন লিখেছেন Ruman ১৮ এপ্রিল, ২০১৭, ০৯:২৭:২৮ রাত

তুর্কি প্রধানমন্ত্রী তায়েফ এরদোয়ান গণভোটের মাধ্যমে তার ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করেছেন। ৫১ ভার্সেস ৪৯ শতাংশ হা, না ভোটে জয়ী হয়ে তায়েফ এরদোয়াল ২০২৫ সালতক তার ক্ষমতা বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা হতে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় উত্তোরণ ঘটতে যাচ্ছে টার্কি শাসনতন্ত্র।

আজ সকাল হতে আমাদের দেশের মিডিয়াগুলো তাইফ এরদোয়ানের গণভোটে জয়ে তুর্কী গণতন্ত্রের কতটুকু বারোটা বাজলো, টার্কীর জনগণের গণতান্ত্রিক অধিকার কীভাবে নব্য অটোমান সম্রাট তায়েফ এরদোয়ানের পায়ে পিষ্ঠ হবে তার চুলচেরা বিশ্লেষণ ঝড়েছে টিভির পর্দায় আর পত্রিকার পাতায়। আমি আগ্রহ ভরে সবগুলো বিশ্লেষণাত্বক কলাম আর মতামতধর্মী প্রবন্ধ পড়েছি, আমি আনন্দ পেয়েছি সেই সকল বিশ্লেষকদের কলমের স্রাবে লেখা কলাম আর টিভি পর্দায় ঝড়ানো স্লাগা দেখে। যারা গণতন্ত্রের চিতায় বসে ইউরোপের প্রবেশদ্বারে কোন স্বৈরাচার প্রবেশ করলো তার চিন্তায় চিন্তিত। যারা স্বৈরশাসকের জাজিমে বসে টার্কির মানুষের গণতন্ত্র হরণে বিষন্ন…আহা গণতন্ত্র! তায়েফ ঐরদোয়ানের এহেন উত্থানে এদেশীয় গণতন্ত্র পাগল সুশীলস, শিক্ষকস, বুদ্ধিজীবীস, লেখকস সম্প্রদায় কী বলবেন…?? গণভোটের মাধ্যমে জয়ী তায়েফ এরদোয়ান কী ১৯৭৪ সালের ২৫ জানুয়ারী কোন ধরণের গণভোটের আয়োজন ব্যতীত মাত্র চার মিনিটের মধ্যে তত্কালে সবচেয়ে আধুণিক গণতন্ত্রের একটির মালিক এই বঙ্গদ্যাশে শেখ মুজিবুর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে আজীবনের জন্য নিজের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে হয়ে উঠা স্বৈরশাসকের চাইতেও বড় স্বৈরশাসক??? অথবা তায়েফ এরদোয়ানের কী ১৫৪ জন অনির্বাচিত এবং বাকী ১৪৬ জন স্বনির্বাচিত সো কলড গণতান্ত্রিক পন্থায় জণপ্রতিনিধির প্রধানমন্ত্রী??

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382735
১৯ এপ্রিল ২০১৭ সকাল ১০:১৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File