পৃথিবীর সব স্নেহশীল বাবাকে উদ্দেশ্য করে..

লিখেছেন লিখেছেন Ruman ২৮ মার্চ, ২০১৭, ০৩:৩০:১৬ দুপুর

ছোট্ট থেকে অনেক বড় হলাম

তোমার কোলে বাবা

স্নেহের চাদরে বেঁধে তুমি

রেখেছ আমায় সদা

আজ তুমি নেই, যেন কিছু নেই

হৃদয় জুড়ে শুধু ব্যথা।

বলতে আমায় তুমি হাতটি ধরে

বড় হতে হবে তোমার

বিশ্বটাকে তুমি জয় করবে

দূর কিরবে সকল আঁধার।

তোমার মতো আজ বলে না তো কেউ

তুমিহীন জীবন বৃথা।

হৃদয়ের আঙিনায় দোলা দিয়ে যায়

শুধু ভেসে ওঠে তোমার ছবি

আজ শূন্যতায় দাঁড়িয়ে বাবা

ক্ষণে ক্ষণে মনে পড়ে তোমাকে

বাবা তুমি যেন জলছবি...।

বিষয়: বিবিধ

৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File