আমাদের পরিচয় শোন।

লিখেছেন লিখেছেন Ruman ২৩ মার্চ, ২০১৭, ০৩:৩৭:১৫ দুপুর

চৌদ্দশ বছরের আমরা এক কাফেলা

ইলমের ঈমানের আমরা এক কাফেলা আমাদের পরিচয় শোনো।

আমরা আলোর ইশারা, নূরের ফোয়ারা মহাকালের অন্ধকারে রৌশন সিতারা আমাদের পরিচয় শোনো।

আমরা সত্যের অভিসারী, উম্মার অতন্দ্র প্রহরী যুগে যুগে শত দুর্যোগে আমরা পথের দিশারী আমাদের পরিচয় শোনো।

শোকর আল্লাহর গর্ব নয় কোন।

ইলমের তালিব মোরা, নবীর ওয়ারিস মোরা জীবন মোদের ধন্য।

আমরা অন্য, আমরা ভিন্ন, আমরা অনন্য আমরা আল্লাহর জন্য। আল্লাহ আমাদের জন্য।জীবন মোদের ধন্য।

হেরার অভিযাত্রী, আমরা সুফ্ফার অনুসারী পাথেয় কলম-কালি, নির্জন রাতের আহাজারি ইলমে নবী, আমলে নবী আমাদের সাধনা

বুকে ইশকে নবী, মুখে, ‘ওয়াবিহী হাদ্দাছানা’ ইবনে আব্বাস, ইবনে মাসউদ, আবু হুরায়রা নবী-পরশে ধন্য যারা, আমাদের পরিচয় তারা

নেই কোন পরিচয় অন্য।

মাদানী গুলশানের আমরা পুষ্প, আমরা সৌরভ সত্যের ডঙ্কা, বাতিলের শঙ্কা, ঈমানের গৌরব

জীর্ণ, শীর্ণ, রিক্ত, নিঃস্ব, তবু আমরা ধনী ফকীরির মাঝে আমীরি শান শুধু আমরা জানি।

‘আত্বা, সালিম, রাবী‘আ, ছাওরী, যুহরী, যোরারা সাহাবা-পরশে ধন্য যারা আমাদের পরিচয় তারা

নেই কোন পরিচয় অন্য।

ক্ষুধা, অনাহার, যন্ত্রণা, নবী জীবনে পাবো সান্ত্বনা কতদিন বেঁধেছেন পাথর, সয়েছেন কত লাঞ্ছনা

সেই পথে চলা-বন্ধু! আমাদের জীবন-অঙ্গীকার সে পথের যত যিল্লতি, তা আমাদের অহংকার।মালিক, শাফেয়ী, আহমদ, বুহানীফা, এই যে ধারা

উম্মাহর ইমাম যারা, আমাদের পরিচয় তারা নেই কোন পরিচয় অন্য।

শিখবো কোরআন, শেখাবো-‘খায়রুকুম মান তা‘আল্লামা’

মীরাছ মোদের 'ইলমী খাযানা' লা-দীনার, লা-দিরহামা,

নাই বা চিনুক যামানা, কিছু তাতে যায় আসে না কুল মাখলূকাতের দু‘আ, ফিরেশতা বিছায় নূরের ডানা

আসকালানী, বাকিল্লানী, মিরগিনানী, এই যে ধারা ইলমের শহীদ যারা, আমাদের পরিচয় তারা নেই কোন পরিচয় অন্য।

আমরা ডুবুরী, জ্ঞান-সাগরের মুক্তো-মণি তুলে আনি দেখো ইতিহাস, তুচ্ছ কত রাজমুকুটের হাত-ছানি

ইবনে বতুতা, ইবনে খালদুন, ইবনে সিনা, আল ফারাবী আমরা হবো যুগের রাজী-গাযালী, কুরতুবি-ত্বাহাবী

ইলমের নীরব সাধনার চির বহমান এই যে ধারা আমাদের গর্ব তারা, আমাদের পরিচয় তারা নেই কোন পরিচয় অন্য।

আমরা জানি তায়মিয়ার কলম, তরবারী, জুব্বাখানি বালাকোট-শামেলী, শাহ শহীদ, গাঙ্গুহীর কোরবানী আমরা জানি রেশমী রুমাল কাহিনী, মাল্টার জিন্দেগানী

কালো কালি আর লাল খুনে মাখামাখি শুধু আমরা জানি

ইলমের রোহবান, জিহাদের ফোরসান এই যে ধারা আমাদের গর্ব তারা, আমাদের পরিচয় তারা নেই কোন পরিচয় অন্য।

সিলসিলা যুক্ত সাথে আল্লাহর ও রাসূলুল্লাহর কোন সরকার করিবে স্বীকার বলো কী দরকার?জোনায়েদ, জিলানী, আলফেছানী, শাহ দেহলভী

মোহাজিরে মাক্কী, নানুতবী, কান্ধলবী, থানবী সময়ের সান্ত্বনা যারা, যুগজিজ্ঞাসার জবাব যারা

আমাদের গর্ব তারা, আমাদের পরিচয় তারা নেই কোন পরিচয় অন্য।

নবী-হাতে সুফ্ফার সত্তরজনে পিয়েছে দুধের পেয়ালা আমরা তার ভাগিদার, আমাদের কাফেলা সেই কাফেলা যুগের দুর্যোগে আজ যারা রাহবার আলী নাদাবীর মত

ইলমের গৌরব যত এখানে এই বাংলায় চিরশায়িত আল্লাহর রহমতে মেহদীর ঝান্ডায় লড়বে যারা

আমাদের গর্ব তারা, আমাদের পরিচয় তারা নেই কোন পরিচয় অন্য।

কিন্তু আজ! কোথা রাখি লাজ, ডুবিলো কি ভাগ্য-তারা! একদিন আমরা গড়েছি কুরতুবা, খোরাসান, বোখারা আমরা জ্বেলেছি জ্ঞান-আলো, কত জাতি উজ্জ্বল হলো

শিক্ষক কেন শিষ্য হলো, এ ঘর কেন আঁধার বলো?

ভুলেছি অতীত, কেটেছি শিকড়, আছে কি ভবিষ্যৎ?

কাফেলা হেজাজের তুর্কিস্তানের ধরেছি ভ্রান্তপথ সালাফের পথে মুক্তি খালাফের, ইমাম মালিকের বাণী

রাসমে আজানে কোথা আজ রূহে বেলালীর সঞ্জীবনী তাই এসো ভাই শপথ করি, আবার নিশি জাগি

আমরা ধরি সুফ্ফার জিন্দেগী, ইলমের তরে সর্বত্যাগী সে যুগের মুসলিম বুখারী, এ যুগের মাদানী-কাশ্মীরী এসো ভাই তাদের পথে চলি, তাদের মত জীবন গড়ি অতীতের নমুনা একবার যদি ভাই জাগাতে পারি দেখিবে দুনিয়া করিবে চুম্বন আমাদের পায়ে পড়ি।

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File