আল-কু’রআন
লিখেছেন লিখেছেন Ruman ০৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০৩:১৫:০৪ দুপুর
আল-কু’রআন হচ্ছে একমাত্র কিতাব যাতে এক জন সমাজবিদ, রাজনীতিবিদ, চিকিৎসাবিদ, পদার্থবিদ, রসায়নবিদ, ইতিহাসবিদ, আবহাওয়া-বিজ্ঞানী, জীববিজ্ঞানী, মনোবিজ্ঞানী, গৃহিণী, চাকুরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে ভিক্ষুক, দাগি আসামী, মানসিক রোগী সবার জন্য এক মাএ সমাধান। বিশেষ ভাবে উপকার হবে, এমন কোনো না কোনো সুরা বা আয়াত অবশ্যই এতে আছে।
এটি মানব জাতির ইতিহাসে একমাত্র কিতাব , যা একটি বিশাল ভূখণ্ডে একই সাথে নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিপ্লব নিয়ে এসেছিল। এটি হচ্ছে একমাত্র কিতাব, যেটা পড়ে মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে, একটা পুরো জাতি অন্ধকার থেকে আলোতে আসতে পেরেছিল। মানুষের ইতিহাসে কোনো একটি বই, কখনও একই সাথে এতগুলো প্রেক্ষাপটে, এত বড় অবদান রাখতে পারেনি। এক কথায় মনবতার একমাত্র সমাধান "আল-কুরআন"।আল'কুরআন - পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা,
Al-Quran, Complete code of life.
আর একারণেই মানুষ এবং জ্বিন জাতি—যাদের সিদ্ধান্তের স্বাধীনতা আছে—তাদের উভয়কেই, এই বইয়ের স্রস্টা মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ রাব্বুল আ'লামীন নিজে চ্যালেঞ্জ করেছেন যে, তারা কখনই এর ধারে কাছে কিছু কোনোদিন তৈরি করতে পারবে না। ::::
সুবহান আল্লাহ
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন