স্বামী !

লিখেছেন লিখেছেন Ruman ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৪:১৯ সকাল

একজন ভালো স্বামীর অন্যতম বৈশিষ্ট্য হলো, তাঁর স্ত্রীর জন্য নিরাপদ-নির্ভরতার অাশ্রয় হওয়া। তাঁর স্ত্রীকে আগলে রাখার চেষ্টা করা। শুধু স্ত্রীর জীবনে আসা নানারকম ঝড়-তুফান থেকেই নয়, সেইসাথে কাছে-দূরের মানুষজনের কটু-ব্যাঙ্গাত্মক-হেয়প্রতিপন্নমূলক-কষ্টদায়ক কথা/অাচরণ থেকেও। হ্যাঁ, আপনার স্ত্রী একজন মানুষ। তাঁর যদি কোনো দোষ থেকে থাকে, আপনি নিজে ভালোবাসা দিয়ে সেটা শুধরাতে চেষ্টা করুন। প্রয়োজনে এমন কারো সাথে পরামর্শ করতে পারেন, যে সত্যিকার অর্থেই পরামর্শ দিতে পারে। কিন্তু জনে জনে বলে বেড়ানো বা অন্য কেউ দোষ বলতে আসলে তাকে বলতে থাকার সুযোগ দেয়া কিংবা তার সাথে একমত হয়ে দোষকীর্তন করতে থাকা কখনোই উচিত নয়।

একজন ভালো স্ত্রীর অন্যতম বৈশিষ্ট্য হলো স্বামীর জন্য নির্ভরতার আশ্রয়-অবলম্বন হওয়া। আপনি যেমন গৃহে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, জীবিকার তাগিদে তাঁকেও কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে দিনভর ছুটতে হয়। আর সব কষ্ট ভুলে দিনশেষে শান্তি-খোঁজেন তিনি আপনার মাঝেই। কঠিন এই পৃথিবীতে জীবন ও জীবিকার তাগিদে যুদ্ধ করতে করতে কখনো কখনো তাঁর আচরণে কিছুটা কাঠিন্যভাব প্রকাশ পেতে পারে। তিনিও যেহেতু মানুষ, তাঁরও এমন দোষ বা আচরণ থাকতে পারে, যা আপনার পছন্দ নয়। আপনি আপনার ভালোবাসা দিয়ে সেটা শুধরাতে তাঁকে সাহায্য করুন। প্রয়োজনে এমন কারো সাহায্য নিতে পারেন যে সত্যিই ভালো পরামর্শ দিতে পারবেন। কিন্তু জনে জনে বলে বেড়ানো বা আপনার সামনে অন্য কাউকে তাঁর দোষ বলতে থাকার সুযোগ দেয়া কখনোই উচিত নয়।

স্বামী-স্ত্রী একে অন্যের লিবাসস্বরূপ। প্রকৃতার্থেই একে অন্যের লিবাসের মত হোন।"

আপনি যখন একজন বাবা, তখন আপনার বাচ্চার সামনে আপনার স্ত্রীকে সম্মান করতে শিখুন, এবং বাচ্চাদেরকেও তাদের মাকে সম্মান করতে শেখান।। স্ত্রীর সাথে ধমকি-ধামকি দিয়ে কথা বলা, তাঁকে হেয় করা, অবমূল্যায়ন করা, কোনো পুরষের আচরণ নয়, আর বাচ্চাদের সামনেতো একদমই নয়। আপনার বাচ্চার সামনে আপনি নিজেকে উত্তম বাবার পাশাপাশি একজন উত্তম স্বামী হিসেবে প্রতিষ্ঠিত করুন, যেন আপনার ছেলেটিও বড় হয়ে তার স্ত্রীকে সম্মান করতে শিখে।

আপনি যখন একজন মা, তখন বাচ্চাদের সামনে আপনার স্বামীকে সম্মান করতে শিখুন, এবং বাচ্চাদেরকেও তাদের বাবাকে সম্মান করতে শেখান। স্বামীর সাথে হম্বি-তম্বি ভাব দেখিয়ে কথা বলা, তাঁর বৈধ কোনো আবদারকে ইচ্ছা করে অগ্রাহ্য করা, তাঁকে অবমূল্যায়ন করা কোনো ভালো স্ত্রীর আচরণ নয়। আপনার বাচ্চার সামনে নিজেকে একজন উত্তম মায়ের পাশাপাশি উত্তম স্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করুন, যেন আপনার মেয়েটিও বড় হয়ে তার স্বামীকে সম্মান করতে শিখে।

পরিবারই শিশুর প্রাথমিক বিদ্যালয়। আপনাদের বাচ্চার প্রাথমিক শিক্ষাটা যেন যথাযথ হয়, সচেতন পিতা-মাতা হিসেবে এবং বাচ্চার সবচে বেশি মঙ্গলাকাঙ্খী হিসেবে তা নিশ্চিত করা আপনাদের অবশ্য কর্তব্য।"

বিষয়: বিবিধ

৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File