এই পোস্টটি পড়ুন
লিখেছেন লিখেছেন Ruman ২৩ ডিসেম্বর, ২০১৬, ০৬:৫৮:৩৩ সন্ধ্যা
একজন মেয়েকে
মাল, বেশ্যা, মাগি, সেক্সি
বা বাজে শব্দে মন্তব্য করার পূর্বে একবার
ভেবে দেখুন জন্মটা কিন্তু এমন একজন নারীর গর্ভেই হয়েছে।
আপনার বোনকেও হয়ত এমন শব্দে মন্তব্য করতে পারে আগামীকাল কেউ একজন।
প্রত্যেক মেয়েই একদিন কারো না কারো
স্ত্রী হবে।
আজ হয়ত অন্য মেয়েকে,
অন্যের স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করছেন,
বিয়ের পর দেখলেন আপনার স্ত্রীকেও কেউ না কেউ
এসব বলেছে এক সময়।
তখন পারবেন নিজেকে ক্ষমা করতে যখন
শুনবেন আপনার স্ত্রী আপনার টাইপের
ছেলেদের দুচোখে ঘৃণা করে?
মনে মনে অভিশাপ দেয় আপনাদের মত ছেলেদের যারা
মেয়েদের সন্মান দিতে শিখে নাই।
ভালো মেয়েদের নিয়ে যারা খারাপ রটনা
উঠায় যেটা কিছুতেই ওই মেয়ের বৈশিষ্ট্য
ছিলো না তাদের জন্য রয়েছে জাহান্নামের
কঠিন আযাব।
(আল-হাদীস)
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন