প্রকৃত দেশপ্রেমিক কাহারা!!
লিখেছেন লিখেছেন এইচ এম এফ হক ২২ অক্টোবর, ২০১৬, ০৯:২৫:২৮ সকাল
বাংলাদেশের প্রকৃত দেশ প্রেমিকেরা
প্রবাসে না হয় খেলার মাঠে থাকে।প্রবাসী দেশপ্রেমিকেরা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের উন্নয়ন ও বৈদেশিক রিজার্ভ মজবুতে কাজ করছে।অনেক প্রবাসীরা লাশ হয়ে দেশে ফিরছে,খেলার মাঠের দেশপ্রেমিকেরা চার ছক্কার জন্য নামাজ কালাম বাদ দিয়ে মোনাজাত করছে শূণ্য পুজিতে।অলস দেশপ্রেমিকারা পড়ে আছে পড়ালেখা বাদ দিয়ে ভার্সোয়াল জগতে।প্রবাসী দেশপ্রেমিকেরা দেশকে এগিয়ে নিতে বিভিন্ন দেশের মুদ্র দিয়ে দেশের অর্থনীতির ভীত মজবুত করছেন।সেই ঘাম জড়ানো বৈদেশিক মুদ্রা লুটেরারা বিভিন্না দেশে পাচার করে সেকেন্ডহোম ক্রয় করছে।একদল ফেরিওয়ালারা চেতনার ব্যবসা করে হালুয়া রুটি ভক্ষন করছে,আরেকদল চেতনাবাজরা ব্যস্ত কাহাকে রাজাকারের তীলক দেয়া যায় সেই ক্রিয়া কলাপে।প্রকৃত দেশপ্রেমিক আমার প্রবাসী ভাই ও বোনেরা এবং ইসলাম প্রেমী দ্বীনদার মুসলমানেরা।
বিষয়: বিবিধ
৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন