!!!!তাজ্জব মহা তাজ্জব!!!
লিখেছেন লিখেছেন এইচ এম এফ হক ২০ অক্টোবর, ২০১৬, ১১:০০:১৮ সকাল
বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির,বর্তমান সরাসরি আমির মাওলানা মকবুল আহমেদ পূর্বে কি রাজাকার ছিলেন,দায়িত্ব গ্রহনের ২ ঘন্টা পর ই এ কেমন অভিযোগ,তিনি প্রায় ৬ বছর ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছিলেন তখন কোথায় ছিল এসব অভিযোগ।প্রহসনের ও একটা সীমা থাকা প্রয়োজন,এমন অভিযোগ গোটা ব্যবস্থা কে প্রশ্ন বিদ্ধ করবে।কিছু অভিযোগ তাজ্জব করে দেয়,আমাদের কিছু করার নেই চেয়ে চেয়ে দেখা ছাড়া।কে রাজাকার কে মুক্তিযোদ্ধা আজব মেশিন ই নির্ধারণ করে দেয়!!!
বিষয়: বিবিধ
৭৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন