কোন পথে ডিজিটাল বাংলাদেশ?
লিখেছেন লিখেছেন জুনেদ আহমদ ০৪ নভেম্বর, ২০১৬, ১২:০৪:১৬ দুপুর
শিশু পুজার বয়স ছিল ৪ বছর, জীবনের গতিবিধি এখনও ভালো করে বুঝতে পারেনি, বড়দের খেলা তো দুরের কথা এখনও পুতুল খেলাই ভালো করে শিখেনি । ছোট এই বাচ্চাটিকে ধর্ষণ করার আগে তার যৌনাঙ্গকে ব্লেড দিয়ে কেটে বড় করে নিয়েছিলো ঘাতকেরা ।
গতকাল আবারো এক আড়াই বছরের শিশু ধর্ষণের স্বীকার হয়েছে । ধর্ষক স্কুলের ছাত্র , ধর্ষকের বাবা মা দুজনেই একটি স্কুলের শিক্ষক ।
দেশ অনেক উন্নত হয়েছে , দেশে ডিজিটালের বাতাস বইছে , দেশ এখন সিঙ্গাপুর হয়েছে । এখন আর মধ্যবয়স্ক তরুণীরা ও কিশোরীরাই ধর্ষণের স্বীকার নয়, এখন ঘাতক ও নরপিশাচদের চোখ পরেছে নাতনীর বয়সের ছোট মেয়ে বাচ্চাগুলার উপর ।
মিরাজ ক্রিকেটে ভালো করছে, বাংলাদেশের ক্রিকেটের আইডল, টেস্ট ক্রিকেটে ভালো অবদান রাখল ইংল্যান্ডের বিপক্ষে । মিরাজের পূর্বের বাসস্থান ছিল কুঁড়ে ঘর, আমাদের প্রধানমন্ত্রী বড়ই কোমল মতি, অনেক দয়ালু ও আবেগময়ি , তিনি আবার সমাজের সেলিব্রেটিদের কষ্ট সইতে পারেন না । তাই মিরাজের জন্যে কোটি টাকার একটি বাড়ির ঘোষণা দিলেন । যদিও টাকার অংকটা প্রধানমন্ত্রী ঘোষণা দেননি তারপরও মিরাজের বাড়ি বলে কথা নিন্মে দুই আড়াই কোটি না হলে কি চলে ?
গত কয়েকমাস আগে কোন এক জেলায় মাটির শানকি নিয়ে রাস্তায় নেমেছিলেন কিছু শ্রমিক, প্ল্যাকার্ডে লেখা ছিল " ভাত দেন প্রধানমন্ত্রী নইলে মানচিত্র চিবিয়ে খাবো " ।
কিছুদিন আগে নিউজ হয়েছিলো বান্দরবনের দিকে এক ব্যাক্তি না খেয়ে কংকাল হয়ে গিয়েছে । প্রায়ই নিউজ দেখা যায় ক্ষুধার জালায় চিড়া ভিজিয়ে খান , বিভিন্ন নিউজে দেখা যায় ক্ষুধার জালায় সন্তানকে বিক্রি করে দেন বাবা মা। রাস্তাঘাটে লক্ষ লক্ষ মানুষকে দেখা যায় না খেয়ে থাকে। বন্দরে স্টেশনে ঘুমিয়ে থাকে পথশিশুরা জায়গার অভাবে । মাথা গোঁজার ঠাই নেই তাই রাতটা পার হয় ফুটফাতেই লক্ষ লক্ষ পথশিশুর ।
কথায় আছে, শক্তের ভক্ত নরমের জম, আর সুন্দরের পূজারী ও ক্ষমতার বাহারি সবদিকেই বিদ্যমান । রাস্তার না খেয়ে থাকা মানুষগুলা কখনোই দেশকে ডিজিটাল করতে পারবেনা, তাই এদের পিছনে এক টাকা খরচ করা মানেই হল টাকাটা বিপথে খরচ করা । আর মিরাজ দেশকে ডিজিটালে আরও হাজারো ধাপে এগিয়ে নিয়ে যাবে তাই মিরাজের পিছনে হাজার কোটি টাকা খরচ করতেও কোন ক্ষতি নেই ।
দেশ এখন পুরাই ডিজিটাল, সেদিন মন্ত্রী সাহেব ঘোষণা দিলেন , কয়েকবছর পর আমরা অ্যামেরিকারে ছাড়াইয়া যামু, সবে তো সিঙ্গাপুর হয়েছি এখন আছি অ্যামেরিকা হওয়ার স্বপ্নে বিভোর । তাই আড়াই বছরের শিশু ধর্ষিতা হল কি হল তাতে কিছু যায় আসেনা । রাস্তায় কেউ খেয়ে থাকলো কি না খেয়ে থাকলো তাতেও সমাজের কিছুই যাবে আসবেনা ।
দেশকে ডিজিটাল করতে ও অ্যামেরিকা বানাতে আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব বিপিএল । আসুন বিপিএল উপভোগ করি দেশকে এগিয়ে নিয়ে যাই অ্যামেরিকার পথে । এর মাঝে সদ্য জন্ম হওয়া শিশু ধর্ষিতা হল নাকি কেউ না খেয়ে কংকাল হল উই ডোন্ট কেয়ার " ।।
বিষয়: রাজনীতি
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন