কথার কোনো মূল্য নেই...

লিখেছেন লিখেছেন জুনেদ আহমদ ০৮ অক্টোবর, ২০১৬, ০৯:৩৬:৫২ সকাল



আগেকার দিনে গুরুজনেরা বলতেন,“যার কথায় ভরসা নেই,তার বাবারও ভরসা নেই” আসলে আগেকার দিনে মানুষের মুখের কথাই ছিলো সব,তারা কোন দলিল প্রমাণ ছাড়াই লক্ষ টাকার লেন-দেন করতেন।কিন্তু বর্তমান যুগের “হাইব্রিড জেনারেশন”-এর কোনো ভরসা নেই।তাদের কথার কোনো দাম নেই।আজকাল সুযোগ-সন্ধানী লোকজন এতো বৃদ্ধি পেয়ে গেছে যে,কোনো জিনিসেরই কোনো মূল্য নেই।তারা অপরকে বোকা বানিয়ে নিজেদের কার্য হাছিল করার চেষ্টা করে।

বিষয়: বিবিধ

৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File