আওয়ামীলীগের দান
লিখেছেন লিখেছেন লণঠন ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪৫:৩২ দুপুর
এ দেশে যা দিয়েছেন সব আপনারাইতো দিয়েছেন, আসুন হিসেবটা মিলিয়ে নেই । নদী ভরা মাছের পরিবর্তে নদী ভরা লাশ দিয়েছেন ! সংসদ ভরা সাংসদের পরিবর্তে সংসদ ভরা গরু দিয়েছেন ! রডের পরিবর্তে বাঁশ দিয়েছেন ! সিমেন্টের পরিবর্তে মাটি দিয়েছেন ! সিঙ্গাপুর বানানোর পরিবর্তে দেশকে আজিমপুর বানিয়েছেন ! সীমান্ত রক্ষার পরিবর্তে সীমান্তে ফেলানিদের ঝুলাচ্ছেন ! দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে ভারতকে ট্রানজিট দিয়েছেন ! অপরুপ সৌন্দর্য সুন্দরবনকে ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছেন ! দেশের গাড়িতে ৬০০ টাকা টোল করে ভারতের গাড়িকে ১৯২ টাকা টোল নির্ধারণ করেছেন ! শক্তিশালী বিডিআরকে ধ্বংস করে রক্তচোষা শকুন বিজিবি দিয়েছেন ! সেনাবাহিনীর চৌকস ৫৭ জন অফিসারকে হত্যা করে নপুংশক সেনাবাহিনী দিয়েছেন ! কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮০০০ কোটি টাকা ভবিষ্যতের জন্যে দাদাদের ব্যাংকে জমা রেখেছেন ! দেশকে ডিজিটাল এর লক্ষে দেশের ২৫০০ কোটি টাকা নিজ সন্তানের একাউন্টে জমা রেখেছেন ! রমজানে নিরীহ মানুষদের ইফতারের পরিবর্তে গনগ্রেপ্তার দিয়েছেন ! মাননীয় প্রধানমন্ত্রী আর কি চাই বলুন ? এত কিছু দেবার পরও যারা বলবে আওয়ামীলীগ কিছুই দেয়নি শুধু কেড়ে নিয়েছে তারা নির্বোধ, তারা বোকা, তারা রাজাকার, তারা স্বাধীনতা বিরোধী, তারা জয় বাংলা বিরোধী, তারা এই দেশের উন্নয়ন চায়না, তারা এই দেশের ভালো চায়না । আপনি এতো এতোই দিয়েছেন যে রাখার জায়গা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে । ছোট্ট এই দেশে এতো উন্নয়ন ধারন করার ক্ষমতা সত্যিই নেই । মাননীয় প্রধানমন্ত্রী যারা এমনটা বলে বেড়াবে তাদেরকে অচিরেই ফাঁসিতে ঝুলানো হোক নতুবা পাকিস্তান পাঠিয়ে দেওয়া হোক
বিষয়: বিবিধ
৯০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন