কবিতা - নবযুগ

লিখেছেন লিখেছেন আবরার আকিব ১৪ অক্টোবর, ২০১৬, ১২:৩৫:৫১ রাত

যুগের পর যুগ কেটে যাবে,

শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে,

হয়তো আর কয়েক -সহস্র বছর পর,

বাঙালীর সব পরিচয় মুছে যাবে।

ভুলে যাবে বাঙালীর সব সংস্কৃতি।

ভুলে যাবে চর্যাপদের অক্ষর।

ভুলে যাবে শ্রীকৃষ্ণকীর্তণ, মনসামঙ্গল।

ভুলে যাবে রক্তে রাঙানো একুশ ফেব্রুয়ারী।

ভুলে যাবে ছয়-দফার দফাগুলি।

ভুলে যাবে ৬৯ এর গনঅভ্যুত্থান।

ভুলে যাবে ৭০ এর নির্বাচন।

ভুলে যাবে ৭ই মার্চের শেখ মুজিবের ভাষণ।

ভুলে যাবে ৭১ এর সব ইতিহাস।

নতুন যুগের সূচনায় তাদের মগজে যন্ত্র করিবে বাস,

তবুও তোমরা যে আমাদের আগামীর সন্তান,

তোমাদের এ নব-যুগ হয়তো আমাদেরি দান।

বিষয়: সাহিত্য

৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File