হিংস্র কবিতা

লিখেছেন লিখেছেন Abdur Rajjak ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৭:৫০ সকাল

বন্ধু, এ যে আমাদেরই দেশ সম্ভ্রমহানী রক্তে কেনা প্রিয় বাংলাদেশে।

কোন কুচক্রী বেশ্যা জারজ বুনছে ছায়া সর্বনাশা জাল।

শালা শয়তান স্বার্থসিদ্ধির ধ্বংস বিনাশী সাদা ভগবান।

ধরিত্রীর মুখোশধারী জুলুমবাজ মহা

শয়তান।

বিশ্ব শান্তি নত্সাতকারী তুই পাংশু

নাফরমান।

কিলের চোটে খিল তুলে নেব কোথায় তোর মহাভগবান।

গগনচুম্বি বারুদী ঢিল- আর কত ছুড়বি।

ফেলবি মজলুমের আঁখি

জল।

দানব যাবি কি না

বল।

না হয় বিদ্রোহী কবির দ্রোহে জ্বলে

কিলের চোটে,হাল করিবো জল।

বিষয়: সাহিত্য

৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File