সত্যিই কথা
লিখেছেন লিখেছেন Abdur Rajjak ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:১৫:২২ রাত
কেন মুসলিম মেয়ে বোরখা হিজাব পরে ক্লাশে ঢুকতে পারবে না?
বোরখা পরা মেয়ের শরীরের ভাঁজ দেখা যায় না বলে?
তোমার লুলুপু নোংরা দৃষ্টি তার
দেহটাকে কল্পনায় ধর্ষণ করতে পারে না বলে?
.
বোরখা পরা মেয়ে ক্লাশে থাকলে
সানি লিওনের আলোচনা করতে অসুবিধা হয় বলে?
নাকি বোরখা পরা মেয়ে মানে ইসলাম আর ইসলাম মানেই তোমার চুল্কানি?
বলি এত যদি চুলকানি হয় তাহলে
দাদাদের নিশিদ্ধ পল্লিতো তোমাদের
জন্যে খোলাই আছে ওখানে গিয়ে
জনমের চুল্কানি চুল্কাও গেয়ে। এ দেশে বোরখা চলবে, দাড়ি টুপি চলবে,
পাঞ্জাবি পাজামা পড়ে বিশ্ববিদ্যালয়ে বিচরণ
চলবে।
বিশ্ববিদ্যালয় তোমার বাপের ইজারা দেয়া সম্পত্তি নয় যে তোমার যেটা মন চায় সেটাই করবা। এটা এ দেশের ৯০% মুসলিমদের টাকায় চলে সুতরাং বিশ্ববিদ্যালয় টিকাতে চাইলে বোরখা হিজাব, দাড়ি টুপি, পাঞ্জাবি পাজামা পরে ক্লাশে ঢুকতে দিতেই হবে।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন