উদ্দেশ্যহীন রিলেশনশীপে মোহনীয়তার চোরাবালিতে তরুণদের অবগাহন !!!!
লিখেছেন লিখেছেন উম্মে হাফসা ১৫ আগস্ট, ২০১৬, ১২:০৫:৪৯ রাত
ছেলেটির বয়স সম্ভবত ১৬ বা তার কাছাকাছি। সিট না থাকায় বাসের দরজার হাতল ধরেই দাঁড়িয়ে আছে সে। বিরতিহীনভাবে চলছে চ্যাটিং (!) অপরপান্তে হয়তো কোন রমণী…
-নয়তো অন্তর-আত্না সবকিছু দিয়ে চ্যাটিং চলতো না !যেখানেই প্রতি মুহূর্তেই পড়ে যাওয়ার ঝুঁকি ।।
-বিস্মিত দৃষ্টিতে ,প্রশ্নবোধক অভিব্যক্তি নিয়ে তাকিয়ে আছি আমি!
একটু পরেই বুঝলাম, সে একা নয় এই বাসে।সাথে আছে তার বন্ধুমহল।
-“ভাইইই! তুই তো দেখি বাসেও বেএএশ মজা নিচ্ছিস! একটু তো বিরতি নে!” - বন্ধুদের একজন তাচ্ছিল্য আর দুষ্টুমির ছলেই বলে উঠল।
ছেলেটি অভিযোগের সূরে তাকে বলল-
-“ইসসসস! তোর জন্য!তোরইই জন্য!তার লাস্ট মেসেজের রিল্পেটা মিস করলাম।
যাহহ! চলে গেছে সে।ফোনের স্ক্রিনের সবুজ বাতি নিভে গেল ( active now’র symbol)।“
-অভিযোগের সুরটা একটু পরের ক্ষোভে রুপ নিল। চেহারাই এর ছাপ স্পষ্ট ভাসছে।
মনের মধ্যে অনেক গুলো কোশ্চেন মার্ক সাতরে বেড়াচ্ছে। শান্তি পাচ্ছিলাম না একটুও!
“ছেলেটি কারো না কারো ভাই। অথবা স্বজন! আমারও তো তার মত ছোট ভাই আছে,ভাগনা আছে।তারাও এভাবে নিজেদের বিপদগামী করে ফেলছে না তো ধীরে ধীরে?” – নিজের ভেতরেই হাজারটা প্রশ্নের উঁকিঝুঁকি!
কোথায় যাচ্ছে আমাদের সমাজ। প্রতিটি মুহুরতেই যেন অপসংস্কৃতির সয়লাবে গা ভাসিয়ে চলছে। ইসলাম ছায়াচ্ছন্ন হয়ে পড়ছে তরুনদের মাঝে। তাদের মডেল হওয়ার কথা ছিল মুহাম্মদ (সাঃ), উমর (রাঃ),আবু বকর (রাঃ),আলী (রাঃ),উসমান (রাঃ)। কিন্তু তাদের মডেল হয়ে বসে আছে বলিউড তারকা (!)
তাদের চিন্তা-চেতনা, মন-মগজের পুরোটা জুড়েই যেন নারী! টপিক একটাই নারী(!)হুম্মম! সে তো হতেই হবে! :p তবে ,সে কিন্তু শুধু সে-ইইই! তোমার জীবনসঙ্গিনী
একটু চিন্তা করি তাদের নিয়ে! সমাজকে নিয়ে একটু ভাবি। আমরা তো আজ বা কাল সন্তানের মা হব,বাবা হব,ইনশা’আল্লাহ।
তাদের জন্য কি সমাজ রেখে যাচ্ছি আমরা? অপরিচ্ছন্ন,অগোছালো ,অশ্লীল কথার শব্দ দূষণ আর বিভান্ত আদর্শ রেখে যাচ্ছি না তো!
হয়তো আমি, আপনি এই গুটি কয়েক মানুষের হাত ধরেই একদল যোগ্য তরুন গড়ে উঠবে। মনোমুগ্ধকর আদর্শের আবরণে গড়ে উঠবে এই সমাজ। চেস্টা তো করা যায়! আল্লাহ ততক্ষন পর্যন্ত আমাদের অবস্থার পরিবর্তন করবেন না ,যতক্ষন পর্যন্ত না আমরা চাই।
তাদের একটু পরিচর্যা করি! একটু কোমলতা দিই! অন্ধকার থেকে উঠিয়ে আনি!
এই তরুনরাই তো আগামী দিনে আকাশের ঘনঘোর মেঘ কেটে নির্মল নীল আকাশে পরিশুদ্ধ সমাজ গঠনের স্বপ উড়াবে! সব আধারির বুকে ঐক্যবদ্ধ হাতে এক ঝিলিক আলো ছড়াবে –ইনশা’আল্লাহ!
মহান রবের প্রতি একনিষ্ঠতা,যথাযথ জ্ঞান আর আমলের পূর্ণ সমন্বয়, অদম্য সাহস, বলীয়ান নৈতিক শক্তি,যুগোপযোগী কৌশল নির্ধারণ এবং তা নিষ্ঠার সাথে বাস্তবায়নের মাধ্যমে সম্পন্ন করতে পূর্ণ প্রয়াস চালাবে।
আর সবার মাঝে ছড়িয়ে দিবে সেই প্রশান্তিময় জান্নাতের আহ্ববান,
যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান!
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন