আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই।

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৫:৩৬ রাত



একটা লোক যখন চুরি করে রাতের আঁধারে। তখন চুর এ কথা বিশ্বাস করেই না যে বাসায় সে চুরি করছে । সেই বাসার মালিক পরে আরও একজন রয়েছেন যিনি সবকিছুই দেখছেন। তিনি কে?

- তিনি আল্লাহ

গভীর রাতে বাসায় চুরি করতে যাওয়া চুর বা ধর্ষণ করতে যাওয়া ধর্ষক। কিংবা মানুষ খুন করে গুম করে লাশ লুকিয়ে ফেলা খুনি। এই বিশ্বাস মনে রাখে না যে ধর্ষণ গুম খুন কেউ না দেখলেও কি হবে একজন তো সৃষ্টিকর্তা রয়েছেন যিনি সবকিছুই দেখছেন তিনি সব বিষয়ে অবগত রয়েছেন

তিনি কে?

- তিনি আমার আল্লাহ ।

একজন মুসলিম যখন পাপ করে বা কোনো অন্যায় কাজ করে তখন ওর মনে এইটুকু বিশ্বাস থাকে না যে ওর সৃষ্টিকর্তার কাছে আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই। উনি সবকিছুই জানেন এবং অচিরেই এর বিচার করবেন। বিচার কে করবেন?

-যিনি বিচার দিনের মালিক তিনি!

তিনি কে?- তিনি আমার আল্লাহ

একটা লোক যদি আল্লাহ বিশ্বাস করতো। কেয়ামতের ময়দানে সেই কঠিন বিচার দিবস। বিশ্বাস করতো। বা সৃষ্টিকর্তা বলতে কেউ রয়েছেন এটা চোঝ বন্ধ করে বিশ্বাস করতো।

তাহলে এতো অন্যায় পাপ কাজ আল্লাহর বিরোধী আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতো না।

ওরা মুসলিম হা ওরাই মুসলিম যারা আল্লাহ বিশ্বাস করে এইরূপ ভাবে ধারণা করে নেয় যে আল্লাহ একজন থাকলে থাকতে পারে কেয়ামত হবে- হলে হতে পারে, বিচার হবে -হলে হতে পারে। এইরূপ ধারণা নিয়ে বেঁচে আছে ওরা আল্লাহর জমিনে। আমার আল্লাহ কত মহান এতো পাপ কাজ এত ইসলাম ও কোরআন বিরুদ্ধে করার পরেও ওদের এখন পৃথিবীতে খাওয়া দাওয়া ঘুম বেঁচে থাকার পুরা স্বাধীনতা দিয়ে রেখেছেন। উনি অপেক্ষায় করছেন ওরা কৃতজ্ঞতা স্বিকার করবে। কিন্তু না ওরা কৃতজ্ঞতা স্বিকার করেনি ওরা মাথা নত করেনি বরং ওরা অবস্থান নিয়েছে আল্লাহর বিরুদ্ধে।

উনি বার বার বলছেন ফিরে আসতে কোরআনের পথে। কিন্ত ওরা ফিরে আসেনি ।

সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে), এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর জমা করে রাখার- আল কোরআন সূরা তাওবা....

বিষয়: বিবিধ

৬২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386526
২৮ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:১৩
হতভাগা লিখেছেন : এরকম যদি সবারই মনে থাকতো তাহলে পাপ বলতে আর কিছুই থাকতো না
০২ মার্চ ২০১৯ রাত ০৮:৪৫
318331
আমি আল বদর বলছি লিখেছেন : একইরকম যদি সবাই ভাবতো তাহলে পৃথিবীর বুকে কিছুটা হলেও পাপ কমে যেতো
386531
০১ মার্চ ২০১৯ সকাল ০৮:২১
সত্যের পথিক লিখেছেন : ভাল লিখেছেন। অনেক ধন্যবাদ।
০২ মার্চ ২০১৯ রাত ০৮:৪৫
318332
আমি আল বদর বলছি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ প্রিয়
386536
০২ মার্চ ২০১৯ রাত ০৮:৩৮
রাশেদ বিন জাফর লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ
০২ মার্চ ২০১৯ রাত ০৮:৪৬
318333
আমি আল বদর বলছি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ প্রিয়
386538
০৩ মার্চ ২০১৯ রাত ১০:৪৫
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালো লাগলো খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে লেখাটি জন্য
০৩ মার্চ ২০১৯ রাত ১১:৫৫
318338
আমি আল বদর বলছি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File