ওরা শিবির করে,

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১৮ জানুয়ারি, ২০১৯, ০৮:০৮:০৪ রাত



অফিসে এসে ঢুকেই ভদ্রলোক উনার সাথে লোকটিকে আমার দিকে ইশারা করে বললে উঠলেন উনি শিবির করেন,

ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল গত সিলেট সিটি নির্বাচনের সময়, ব্যবসায়ী কাজের সুবাধে কথার ফাকে সেদিন উনি আমার কাছ থেকে জানতে পেরেছিলেন আমি শিবির করি,

আজ হঠাত্ উনার আগমন আমার অফিসে। প্রথমে আমি চিনতে পারিনি ভদ্রলোকে ভয় পেয়ে গিয়েছিলাম হঠাত্ করে মুখের সামনে দাড়িয়ে অন্য একটা লোককে আমার সামনে এসে বলছেন আমি শিবির করি , আমার তো ভয় পাওয়ারই কথা,

যাইহোক ভদ্রলোকের সাথে অনেক কথা হলো উনি জামায়াত ইসলামি ও ছাত্রশিবির কেউ নয় তবে জামায়াত ইসলামি ও ছাত্রশিবিরের সমর্থক,

উনি আমাদের সঃগঠনের ভাইদের খুবই ভালবাসেন সেটা উনার কথা দেখেই বুঝা যাচ্ছে, আমাকে পেয়ে মনে হয় উনি হাজার বছর পর কোনো জামায়াত ইসলামি ও ছাত্রশিবিরের কমী দেখছেন সামনা সামনি,

চোখে মুখে এক আনন্দের ছুয়া যেটা আমাকে অবাক করেছে, কথার মধ্যে খেয়াল করে দেখলাম উনার চোখে আনন্দের পানি যা দেখে আমার চোখে পানি এসেছে সত্যিই। মানুষজনের মনে এত ভালবাসা রয়েছে আমাদের জন্য যা দেখে সত্যিই অবাক হই।

আলহামদুল্লিহা লোকজনের মনে এত ভালবাসা শুধু এইজন্য ওরা শিবির করে আমরা শিবির করি

বিষয়: বিবিধ

৬৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386351
২০ জানুয়ারি ২০১৯ রাত ০৪:০৫
কুয়েত থেকে লিখেছেন : আত্মার আত্মীয় বলে কথা। رحماء بينهم তারা পারস্পর বন্দু ভাবাপন্নতা অনেক অনেক ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:৫১
318229
আমি আল বদর বলছি লিখেছেন : বারাকআল্লাহ ফি হায়াতি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File