শেখ হাসিনার মুখটা দেখাই ভুল হয়েছে

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ৩০ এপ্রিল, ২০১৮, ০৬:৫৯:৩৩ সন্ধ্যা

সকাল ৯টায় অফিস ফোন দিয়ে জানিয়ে দেই আজ অফিসে আসতে দেরি হবে, স্যার ভদ্রলোকের মতো বললেন আপনার যখন ভাল লাগে তখনই আসবেন সমস্যা না,

.

এই কথা বলেই স্যারের ফোন রেখে দিলাম সেই একটা ঘুম দিলাম এমন ঘুম দিয়েছি যে ঘুমের মধ্যেই ৪ ৫ জন্য ছেলে সন্তানের বাবা হয়ে গিয়েছি,

যাই হউক ১২ টায় ঘুম থেকে উঠলাম

উঠেয় দেখি আম্মু বিটিভি ছেড়ে চলে গিয়েছেন কোথায় টিভিতে চোখ পড়তেই হাসুর দেখা পেয়ে গেলাম সকাল সকাল শুরু হাসুর মুখ দেখে, হাসুকে দেখেই মাথাটা গরম হয়ে গেলো শালার আজকের দিনটি মাটি হয়ে গেলো, সকাল সকাল লেডি হিটলারের দর্শন পেয়ে গেলাম, হাসুর মুখ যখনই টিভির পর্দায় দেখলাম তখনই ভেবে নিয়েছি আজকে কপালে দুঃখ আছে,

.

শালার যেটাই চিন্তা করলাম সেটাই

ঘটলো অফিসে এসে স্যারের পাইকারী ধরে বকা খেতে হলো ব Tongue

সারা সিলেট শহরে মনে হয় শুধু আমার কপালেই আজকে দুঃখ ছিল.... Worried

বিষয়: বিবিধ

৮৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385217
৩০ এপ্রিল ২০১৮ রাত ০৯:০২
হতভাগা লিখেছেন : হাসুবুর গীবত গাইলে আবারও লাল ঘরে তো যেতে হবেই সাথে ব্লগটাকেও বিপদে ফেলবেন । এমনিতেই বারংবার খড়গ পড়ায় ব্লগে ঢোকা যায় না , ফলে ব্লগাররাও আর নিয়মিত থাকছে না তার ওপর আপনারা সরকার বিরোধীরা ভালই হেন করেঙ্গা ত্যান করেঙ্গা করছেন।

ব্লগটাকে আবারও উজ্জীবিত করতে এরকম পোস্ট করা উচিত না । সামুকে দেখে শেখা উচিত আমাদের।
৩০ এপ্রিল ২০১৮ রাত ০৯:০৯
317609
আমি আল বদর বলছি লিখেছেন : ব্লগকে ভালবাসি বলেই তো ভাই হাসুকে নিয়ে খুব বেশি এইখানে লিখিনা আমি জানি কি ঝড় যাচ্ছে এই ব্লগের উপর দিয়ে, যতটা সম্ভব হাসুকে নিয়ে না লেখার চেস্টা করবো
385220
৩০ এপ্রিল ২০১৮ রাত ১১:২৫
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ব্লগার 'হতভাগা'র সাথে আমি ও একমত। আর একটি কথা কারো মুখ দেখে কল্যাণ বা অকল্যাণের বিষয়টি চিন্তা করা তো কুসংস্কার। আলকোরআন ও হাদীসে পরিস্কার বলা হয়েছেে- ভালো-খারাপ দুটোই কিন্তু আল্লাহর পক্ষ হতে আসে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার বিপদ কাটিয়ে দেবেন। আপনার জন্য আমার পক্ষ হতে ও অনেক দোয়া থাকলো।
385224
০১ মে ২০১৮ সকাল ১০:৪১
আমি আল বদর বলছি লিখেছেন : হা আপু আমার দিনটি খারাপ গিয়েছে সেটা আমারই দুশ কারো মুখ দেখাতে হয়নি সেটা আমি বুঝতে পারতেছি, এইখানে হাসুর নামটা শুধু একটু মজা করার জন্য দেওয়া হয়েছে, সামনে ইনশাল্লাহ এই ধরণের পোস্ট লেখা থেকে বিরত থাকবো, আপনার জন্যও দোয়া রইলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File