মীর কাসেম আলীর মেয়ের ফেসবুক স্ট্যাটাস ‘আব্বু থাকবে না এ নিয়ে আমরা দুঃখিত নই’

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০৪:৪৫ সন্ধ্যা

সুমাইয়া রাবেয়া লিখেছেন: ‘আমার আব্বু নরম মনের মানুষ। প্রতিবার বক্তব্য দিতে উঠলে কেঁদে ফেলতেন। এটা সবাই জানেন। এর আগে

যখন দেখা করতে গিয়েছিলাম তখন আব্বুর চেহারায় বিন্দুমাত্র

বিচলতা দেখিনি বরং সবার সাথে হাসিখুশি ছিলেন। তখন বাবাকে

জিজ্ঞেস করেছিলাম, আব্বু, আমাদের ভাইবোনের জন্য আল্লাহর

কাছে জান্নাতের সুপারিশ করবানা? আব্বু একগাল হেসে বললেন, শুধু

তোমরা না, আমার নাতি-নাতনী, বউমা, জামাই সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমরা সবাই হেসে দিয়েছিলাম।

আজকে আবার আব্বুকে দেখতে যাচ্ছি। শেষবারের মতো। কাল আব্বু

থাকবে না এ নিয়ে আমরা দুঃখিত নই। শাহাদাতের মর্যাদা কজনের

ভাগ্যে জোটে? এ মৃত্যুর জন্যই তো সারা জীবন সংগ্রাম করেছেন।

আল্লাহ আমার আব্বুকে কবুল করে নিন।’

তাহেরা তাসনিম লিখেছেন: ‘সবাই আমার বাবা মীর কাসেম আলীর জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হতে

পারেন! আর আমাদের, তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার

তৌফিক দেন এবং এ দেশ ও জাতিকে তার চলে যাওয়াতে অর্থনীতি

ও দেশসেবায় যে অপূরণীয় ক্ষতি হবে, তা কাটিয়ে ওঠার তৌফিক

দিন। আমিন। এমকিউ আলী পরিবার!’

বিষয়: রাজনীতি

৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File