তুরস্কের ব্যর্থ ক্যু; জনতার বিজয় বনাম বন্দুকের নল।
লিখেছেন লিখেছেন আরিফ উল ইসলাম ১৭ জুলাই, ২০১৬, ০৫:০১:৩৫ বিকাল
গত দুই দিন সারা বিশ্ব অবাক নয়নে এই শতাব্দীর সবচেয়ে বড় একটা বিস্ময় প্রতক্ষ্য করল। বিশ্বের ৮ম পরাক্রমশালী সেনাবাহিনীর ( ইন্সটিটিউট অব স্ট্রাটেজিক মিলিটারি ইন্টেলিজেন্স ২০১৬ এর রিপোর্ট অনুযায়ী) অত্যাধুনিক ইকুইপমেন্ট সম্বলিত এক সেনা বিদ্রোহ কে শুধুমাত্র খালি হাতে ঈমানের এবং দেশপ্রেমের জোড়ে হারিয়ে দিল। কি পরিমান দেশপ্রেম এবং ঈমানের জোড় থাকলে খালি হাতে ট্যাংক, মেশিনগান, এপাচি হেলিকপ্টার গানশীপ আর এফ ১৬ এর গুলি বোমার সামনে দাঁড়ানো যায়, এক বার ভেবে দেখেছেন কি?
সাহসী লোকের পক্ষেই যে খোদাতায়ালার ফয়সালা আসে তা আবার প্রমানিত হল।
দুর্বল ও ভীরুরা চীরকালই অন্যের দয়া ( শয়তানের) ও অনুকম্পায় বেচে থাকে; আর সাহসীরা বাচে সিংহের মত।
তুরকি বীরেরা সেটাই দেখিয়ে দিল বিশ্ব কে।
আল্লাহ তুরকি বীরদের এই আত্মত্যাগ কে ও সাহস কে কবুল করুন।
বিষয়: আন্তর্জাতিক
৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন