জঙ্গি দমনে দরকার সামাজিক বিপ্লব
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ জুলাই, ২০১৬, ০৫:৩৩:১২ বিকাল
দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকে নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করার জন্য এই নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তা হলো- জঙ্গিবাদ। সম্প্রতি বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি দেখে কোনো কোনো সুবিধাভোগীর কাছে তা সহ্য হচ্ছে না। দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। এ ধরণের অপততপরতা মোটেই কাম্য নয়। জঙ্গি দমনে দরকার সামাজিক বিপ্লব। আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে পাড়া, মহল্লায় সামাজিক ও পারিবারিকভাবে আন্দোলন গড়ে তুলি। আমরা যদি সচেতন হই এবং সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে জঙ্গিবাদ প্রতিরোধে সফল হবই।
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে কি ভাই সামাজিক বিপ্লব হয় ?
মন্তব্য করতে লগইন করুন