"অমুকের জন্য এত করলাম, আর সে কী করল!"- এর জন্য দায়ী কে?
লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ৩১ অক্টোবর, ২০১৬, ০৪:০৩:৪৩ বিকাল
অনেক মানুষকেই বলতে শুনবেন, "অমুকের এত উপকার ও সেবা করলাম, অমুকের জন্য এত এত কিছু করলাম; অথচ সে আমাকে দেখল না, বা বিনিময়ে সে এমন (ক্ষতি বা খারাপ আচরণ) করতে পারল!" কিন্তু এরূপ ক্ষেত্রে অনেক সময় মুদ্রার অপর একটি পিঠও থাকে, যা বিবেচ্য বিষয়। আপনি নেক কাজের বিনিময়ে মন্দ প্রতিফল পেয়েছেন- এমনটি হয়তো নাও হতে পারে। তাই এরূপ ক্ষেত্রে চিন্তা করে দেখুন, আপনার মধ্যেই কোন গলদ ছিল কিনা, আপনার কাজের মধ্যে বা নিয়তের মধ্যে কোন ভেজাল ছিল কিনা।
নেক কাজ বলতে আমরা তাকেই বুঝি, যার মূলে থাকে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণ কামনা; আল্লাহর প্রতি ও আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসা। আপনি যার উপকার করেছিলেন, তা সত্যিই কি আল্লাহর সন্তুষ্টির জন্য ও মানবতার জন্য করেছিলেন? মানুষের কাছ থেকে প্রতিদান বা প্রশংসা লাভের বাসনা আপনার মনের আড়ালে সক্রিয় ছিল না তো? কোনরূপ ব্যক্তিগত পার্থিব স্বার্থের দ্বারা কি আপনি তাড়িত ছিলেন? আপনার ভালবাসা কোন পাশবিক বা জৈবিক তাড়না থেকে উৎসারিত ছিল না তো? আপনি হয়তো ভাবলেন, অমুককে এত ভালবাসলাম, আর সে আমাকে ছ্যাকা দিয়ে চলে গেল! অথচ এখানে উপকারীর অপকার জাতীয় কোন ব্যাপার ঘটেনি। এখানে আপনার কামনাও ছিল স্বার্থকেন্দ্রিক, তারটাও ছিল অনুরূপ। তার কামনার অবসান হওয়াতে সে ভেগে গিয়েছে। আপনার ক্ষেত্রে হলেও আপনি নিশ্চয়ই তাই করতেন।
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন