মিরাকলঃ অন্ধ বিশ্বাস?
লিখেছেন লিখেছেন যান্ত্রিক পাগল ১১ জুন, ২০১৬, ০৪:১৭:৪৯ বিকাল
মিরাকল।
জিনিসটা আসলে কি?
একজন মানুষ ধ্যান করতে করতে হঠাত মাটি থেকে ৬
ফিট উপরে
উঠে যাওয়া? নাকি সাত তলার উপর থেকে পড়েও
বেঁচে
যাওয়া?
যদি একটু গভীর ভাবে দেখা যায়, তবে এগুলোর
বৈজ্ঞানিক
ব্যাখ্যা পাওয়া যাবে। এগুলো তবে মিরাকল হয় কি
করে?
তারমানে কি যেসব ঘটনার কোন ব্যাখ্যা নেই
সেগুলোই
মিরাকল?
কিন্তু এমন কি কিছু আছে যার আসলেই কোন ব্যাখ্যা
নেই?
আসলে সবকিছুরই কোন না কোন ব্যাখ্যা থাকে। কিছু
ব্যাখ্যা
আমরা জানি কিছু জানি না।
তাহলে মিরাকল জিনিসটা কি?
মিরাকল হল মূলত একটা বিশ্বাস। এ ছাড়া আর কিছুই
না। আর এই
বিশ্বাসটাই আমাদের বাঁচিয়ে রাখে। মানুষ
বিশ্বাসে বাঁচে।
সে সবসময় কিছু না কিছু বিশ্বাস করে। সে বিশ্বাস
করে এটা
তার সাথে ঘটবে, সেটা হতে পারে যেকোনো কিছু।
ঘটুক আর
নাইবা ঘটুক, মূলত এ বিশ্বাসটাই তাকে বাঁচিয়ে
রাখে।
ইদানীং আমাদের দেশে আত্মহত্যার পরিমাণ কিছুটা
হলেও
বেড়ে গেছে। এর কারণটাও কিন্তু এই বিশ্বাস।
মানুষগুলো এখন
অনেক বেশি হতাশ হয়ে পড়ছে। মিরাকলের প্রতি
তাদের
বিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। তারা শুধু কি
ঘটেছে তা
নিয়েই ভাবছে। কি ঘটতে পারত কিংবা কি ঘটতে
পারে তা
নিয়ে তারা ভাবছে না। মিরাকল হতে পারে, এই
বিশ্বাসের
অভাবেই মূলত জীবনের প্রতি একধরনের বিতৃষ্ণা চলে
আসছে।
তারা সম্পর্কগুলোকেও অবমূল্যায়ন করছে। বিশেষ
করে নিউ
জেনারেশন এর কাছে তো সম্পর্কের তেমন কোন
মূল্যই নেই।
সম্পর্ক জিনিসটা অনেকটা ফ্যাশন এর মত হয়ে
পড়েছে তাদের
কাছে। সেটা যে সম্পর্কই হোক না কেন।
এ থেকে বেড়িয়ে আসতে হলে আমাদেরকে বিশ্বাস
করতে
হবে। মিরাকল ঘটতে পারে এ বিশ্বাস থাকতে হবে।
আর হ্যা, মিরাকলের প্রকৃত সংজ্ঞা আমারও জানা
নেই। তবে
আমার মনে হয় প্রকৃত মিরাকল হল, সমাজের প্রতিটি
মানুষের
মধ্যে ভালবাসা ছড়িয়ে দেয়া। একটি শ্রেণিহীন
সমাজ।
কিংবা লোভ লালসা মুক্ত একজন মানুষ। কিংবা হয়ত
সবকিছু
মিলিয়েই মিরাকল।
তবে হ্যা, এটুকু জানি, বিশ্বাস করি, মিরাকল আছে।
আমার
মধ্যে আছে। আপনার মধ্যে আছে। প্রত্যেকের মধ্যে
আছে। শুধু
দৃষ্টিভঙ্গি পাল্টানোর অপেক্ষা মাত্র।
বিষয়: Contest_priyo
৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন