জনকল্যাণমূলক একটি বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের কেন এতো ভয়?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ জুন, ২০১৬, ০৩:৩৪:২৫ দুপুর



অপরাধী অপরাধীই। সে যে দলমতেরই হোক না কেন। কোন এক রাজনৈতিক দলের নেতাকর্মী এই অজুহাতে বাঁচার কোন সুযোগ নেই। জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সাথে তারা যদি জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে। পুলিশ কিছুদিনের জন্য অফিশিয়ালি সাঁড়াশি অভিযান চালাবে। এটি প্রশাসনের একটি মহৎ উদ্যোগ। যা দেশের সাধারন জনগণ দলমত নির্বিশেষে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। কোন এক বিশেষ ব্যক্তি রাজনীতির সাথে জড়িত বলে তাকে আইনের আওতায় আনা যাবে না, তাতো হতে পারে না। এখন দেশের চোর-ডাকাত, জঙ্গি-সন্ত্রাসীরাও রাজনীতি করে নিজেদের সুরক্ষার জন্য। তাই বলে রাজনীতির অজুহাতে অপরাধ থেকে মাফ পাওয়া যাবে না। বিএনপি-জামায়াত বরাবরের মতোই অপরাধী, সন্ত্রাসী-জঙ্গিদের তাদের নিজেদের নেতাকর্মী বলে দাবী করে থাকে। দুঃখের বিষয়, কোন একটি জনকল্যাণমূলক বিশেষ অভিযান শুরু হলেই তারা শঙ্কিত হয়ে পড়েন। কারন চোরের মন যে পুলিশ পুলিশ। তারাই যে জঙ্গিবাদীদের আশ্রয়-পশ্রয় দানকারী এবং হর্তাকর্তা। বাংলাদেশের জঙ্গিবাদ যে বিএনপি-জামায়াতেরই সরাসরি মদদে সৃষ্টি। সেজন্যই তারা নির্লজ্জভাবে জঙ্গি-সন্ত্রাসীদের নিজেদের নেতাকর্মী বলে দাবী করতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। সত্য ও ন্যায় থেকে বিএনপি-জামায়াতের অবস্থান যে হাজার কোটি মাইল দূরে।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371717
১১ জুন ২০১৬ বিকাল ০৪:৫৯
হতভাগা লিখেছেন : আসলে ওরাই তো এসব ঘটনা ঘটায় তাই অভিযানের কথা শুনলে আঁৎকে ওঠে
১১ জুন ২০১৬ রাত ০৯:৫৬
308480
ইরফান ভাই লিখেছেন : আপনি কেমনে জানলেন?
১২ জুন ২০১৬ সকাল ০৭:৫৯
308514
হতভাগা লিখেছেন : http://www.bd-desh.net/newsdetail/detail/200/220040

371736
১১ জুন ২০১৬ রাত ০৯:৫৫
ইরফান ভাই লিখেছেন : মাইনাস
371742
১২ জুন ২০১৬ রাত ১২:১৩
দ্য স্লেভ লিখেছেন : ওরে ভাই,,,বি.এন.পি ক্ষমতায় গেলে পরের দিনই কিন্তু জঙ্গী দমন অভিযানে নামবে পুলিশ। আর তখন আমলীগের লোকদের হাজারে হাজারে খাচায় ভরবে। সব জঙ্গী বলেই কিন্তু পত্রিকায়ও লিখবে। তখনও এরকম সুন্দর প্রশংসামূলক পোস্ট দিয়েন। নইলে কিন্তু লোকে আপনাকে গালি দিবে Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File