চোখ তার..........
লিখেছেন লিখেছেন সিদ্দিক এবি ২৯ মে, ২০১৬, ১২:৫৫:০৮ দুপুর
চোখ তার.......
-Siddique Ab
~
চোখ তার সুমিবল প্রেমময় ছায়াতল
ভেঙে যাওয়া হৃদয়ে
বিরহী পথিকের।
চোখ তার অনাগত অপেক্ষার
মায়াবতী মায়াজাল
রুপবতী রুপবান প্রিয়ার।
চোখ তার হিংসার ফুৎকার
জাহেল প্রতাপী
রক্ত চোষা জালিমের।
চোখ তার মমতার বুকের চাদর
আধ আধ অভিমান
নিখাদ মায়ের আদর।
চোখ তার হিমালয় সাহসের চূড়া
ডরহীন ছুটে চলা
মাড়িয়ে সব জরা।
চোখ তার শপথের জানবাজ কর্মী
লক্ষ্যের পানে চলা
জড়িয়ে হেরার বর্মী।
চোখ তার রাত জাগা আহত পাখি
টলমল বারি ঝরা
করুণা ভিখারী আঁখি।
-
১০:২০
২৬:০৫:২০১৬
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন