দেশের প্রতিনিধিত্ব ও প্রবাসী ডিম জুতা
লিখেছেন লিখেছেন সিদ্দিক এবি ১৭ মে, ২০১৬, ০৭:০৭:৫৭ সকাল
প্রতিবাদ ভদ্রতার মাপকাঠি তে মাপা যায়না।
প্রতিবাদ অন্তর মন মনন থেকে বেরিয়ে আসে।
বিভিন্ন রুপে নানা ডঙে ও আঙ্গিকে।
প্রতিবাদ দাবানালের ছড়িয়ে পড়ে অত শত বোঝেনা।
প্রতিবাদ ভদ্রতার গ্লাসে বন্দি থাকেনা।
সব কিছু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেনা
বরং প্রতিবাদই এখন বাংলাদেশের অন্যতম প্রতিনিধিত্ব।
প্রতিবাদ ই বলে দেয় এই ভ্রষ্টতার মাঝে
কিছু মানুষ আছে যারা অন্যায়ের প্রতিবাদ করার মত
বিবেকবান।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন