আবছায়া

লিখেছেন লিখেছেন আহমেদ ফুদায়েল ০৬ মে, ২০১৬, ০৪:২৩:০৮ বিকাল

ঐযে দূরের মিষ্টি আলোক রেখা

স্বচ্ছপানির নরম বুকে যাচ্ছে দেখা।

সুন্দর সে আগেই মিলিয়ে যায়

ক'জন তারে চিনতে পারে হায়।

দিনের গর্ভে দেখি যখন বদনখানি লুকায়

লাভ কী তখন খুঁজে বলো অন্ধকারের গাঁয়??

এমনি করে পেরিয়ে এলাম জীবন মাঝে কতো

ভুল করে ভুল গড়েছি অনেক হাজার শত শত।।

কাল গড়িয়ে ভোর হলো যে খবর রাখিনি

ছন্দমালার চরণখানি গুছিয়ে বাধিনি।

ঘোর আঁধারে হাতড়ে বেড়াই পাইনা কোন ঠাঁই

তোমার আলোক রেখা ধরে পথটি চলতে চাই।

না দাও ঠেলে দূর গহীনে বরণ করে রাখো

রহম ধারায় ভিজিয়ে আমায় সোহাগ দিয়ে মাখো।।।

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File