প্রস্তুত হয়ে যাও

লিখেছেন লিখেছেন আহমেদ ফুদায়েল ০৬ মে, ২০১৬, ০১:০৯:১৭ রাত

লাল সবুজের জমিনখানা রক্ত দিয়ে কেনা

জীঘাংসাকে পিছনে ফেলে স্বপ্ন হলো বোনা।

তপ্ত মরুর লু-হাওয়া আর ঘুর্ণিঝড়ের বাঁকে

সবুজ মাঝে লালের খেলা সকাল-সন্ধ্যা থাকে।

রক্তে কেনা এই পতাকা এইযে মাটি ঘর

শকুন চীলে কখন জানি বানিয়ে দেবে পর।

নাবিক তোমায় সাবধানে আজ থাকতে হবে জানো?

জীবন তোমার বিপন্ন আজ হতেই পারে মানো।

খুনের রংগে পেলাম এদেশ খুনেই নিয়ে নাও

কালো আঁধার আসছে তেড়ে প্রস্তুত হয়ে যাও।।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368132
০৬ মে ২০১৬ সকাল ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : চমৎকার।
নাগ নাগীনের ছোবল থেকে
বাঁচা বড় দায়,
বাঁচার উপায় হবে যদি একটা
নেউল পাওয়া যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File