সবাই অন্যকে নিজেকে দিয়ে বিচার করেঃ
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন খোরশেদ ১৭ এপ্রিল, ২০১৬, ০৯:১৯:৪৪ সকাল
# সবাই অন্যকে নিজের মতো ভাবেঃ
দুই চোর, ভোরবেলা চুরি করে পুকুর পাড়ে
এসে হাত পা ধুচ্ছে.....
পুকুরের অপর
পাড়ে এক মওলানা সাহেব
ফযরের ছালাতের জন্য ওজু
করছিল.....
মওলানা সাহেব
কুলি করতে করতে চোরদের
দিকে তাকিয়ে ভাবল; মারহাবা,
এতো সকালে দুজন
অজু করছে...! নিশ্চয়ই পাক্কা ইমানদার হবে তারা...
মাশায়াল্লাহ!
ওদিকে চোরেরা চোখ
ছোট ছোট
করে ভাবছে;
“ব্যাটা দাড়ি ওয়ালা চোর, শিওর
চুরি শেষে হাপুস
হুপুস
করে পানি খেতে এসেছে”
# নৈতিক শিক্ষাঃ
যে যেমন, সে অপরকে তেমনি ভাবে।
আজকের এই সমাজের বাস্তবতা হল, চোরদের
মত বিবেকে ভরে গেছে এ সমাজ। উত্তরণের
একমাত্র পথ- সাড়ে চৌদ্দ শত বছর আগের মদীনার
বিবেকগুলোর পূনর্জাগরণ ঘটানো..।।
বিষয়: সাহিত্য
৭৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন