হতভাগা কৃষকের মাঠে ধান, মাথায় হাত....
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন খোরশেদ ২১ এপ্রিল, ২০১৬, ০১:৩২:২৭ দুপুর
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার কাছে এই গরীব
চাষার ছেলের কিছু জানার ছিল.....?
আসলে আপনি প্রধানমন্ত্রীটা কাদের??
এদেশের ধনাঢ্যশালী, উচু তলার আমলাদের নাকি
সকল শ্রেণীর মানুষের?
তাহলে কেন এই বৈষম্য.. এদেশের শতকরা ৮০ ভাগ
কৃষকের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে(!) তাদেরই
বুকে এভাবে লাথি মারার মানেটা কি? প্রতি মণ ধানে
গড়ে সাড়ে ৭০০শ থেকে ৮০০শত টাকা উৎপাদন
খরচ গুনে, ৫০০ শত টাকা মন দরে বিক্রি করছে..!
এক মন ধান উৎপাদন করতে একজন কৃষকের কতটা
বুকের রক্ত ক্ষরণ হয়, জনগনের দেওয়া মোটা
গদিতে বসে তা বুঝবেন কিভাবে? আপনি তো
আছেন আপনার গদি ঠিক রাখার চিন্তায়.. এজন্য সকাল-
বিকেল সরকারী আমলাদের চক্রহারে বেতন
বৃদ্ধি করে তাদের মন জোগাচ্ছেন...? আর
এদিকে গরীব কৃষকগুলো কোন হালে বাঁচার
তাগিদে বেঁচে আছে..! এতে অবশ্য আপনাদের
কি যায় আসে..?
আপনাদের গদি তো বহাল তবিয়তেই আছে..!
বিদেশ থেকে 'শান্তি প্রতিষ্ঠা' আর 'খাদ্যে
স্বয়ংসম্পূর্ণ দেশ' এই খিতাব জড়িয়ে বড় বড়
মেডেল তো ঠিকই ঘরে তুলছেন, বক্তৃতা আর
ফেস্টুন দিয়ে গরম করে তুলছেন দেশ...!
তা বলি এসব তো গরীব কৃষকদের কল্যাণেই
ঘড়ে তুলেছেন নাকি?
একটা কথা মনে রাখবেন, গরীব কৃষকদের
পেটে লাথি মেরে কেউ কখনো দীর্ঘস্থায়ী
হয়নি...! এভাবে গরীব কৃষকদের কাঁদালে
আপনাকেও একদিন রাস্তায় দাড়িয়ে কাঁদতে হবে ঐ
গদিটার জন্য মাগার গদি পাইবেন না..! আপনার দুই পয়সার
আমলারা কিচ্ছু করতে পারবেনা....!
তাই সময় থাকতেই গরীব কৃষকদের প্রতি দৃষ্টি
দিন... তাদের ন্যায্য অধিকার দিন!!
জানি আমার লেখাগুলো আপনাদের উপর তলা পর্যন্ত
পৌঁছবেনা, তারপরও লিখছি- মনটা হালকা করার জন্য....!!
( একজন কৃষক ছেলের মনের রক্তক্ষরণ
থেকে বেরোনো অগোছালো কয়েকটা
কথা মাত্র....)
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দালাল মিডিয়া এসব ফাজলামী আবার প্রথম পাতায় স্থান দেয়।
দালাল মিডিয়া এসব ফাজলামী আবার প্রথম পাতায় স্থান দেয়।
মন্তব্য করতে লগইন করুন