কুরআনের ভালবাসায় এক পুলিশ সুপারের একটি মহৎ উদ্যোগ।

লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ১৬ এপ্রিল, ২০১৬, ০৫:১৫:৪২ বিকাল

গতকাল জুম'আর নামাজের সালাম ফিরাতেই ২৫/ ৩০ বছরের এক যুবক দাড়িয়ে বললেন; আমি অন্ধ মানুষ, দু'চোখে দেখতে পাইনা।

অন্যের কাছে শুনে শুনে পূর্ণ কুরআন মুখস্ত করেছি। আমি আরো পড়তে চাই, আলেম হতে চাই।ডাক্তার বলেছেন; চোখের ক্রেনিয়া পরিবর্তন করালে আমি দেখতে পাবো।

চিকিৎসা ব্যয় হবে দু'লক্ষ টাকা।

আমি অসহায় মানুষ ! আমার এতো টাকা জোগাড় করার সামর্থ্য নেই, তাই আপনাদের সাহায্য চাচ্ছি।

মসজিদের সিড়িতে দাড়ালেন যুবকটি।

যে যার মত সাহায্য করছে।মানিকগঞ্জের পুলিশ সুপার মহোদয় (মাহফুজুর রহমান বিপিএম) সুন্নাত পড়ে বের হলেন, সাথে অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি হেড কোয়াটারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার মহোদয় প্রথমেই ১হাজার টাকার একটি নোট যুবকের হাতে দিলেন।

অতঃপর জিজ্ঞাসা করলেন;

আপনি কি হাফেজ ?

জি।কেউ আপনার চিকিৎসা করিয়ে দিলে আপত্তি আছে ?না, সে তো ভালো কথা।আর মানুষের কাছে হাত পাতবেন না তো ?জিনা।আলেম হবেন ?জি ইনশাআল্লাহ।এবার পুলিশ সুপার মহোদয় কোথায় যেন ফোন দিলেন।ফোন শেষে বললেন; আপনার চিকিৎসা বাবদ দুই লক্ষ নয়, যত টাকা লাগে সব দেয়া হবে, এমন কি যদি এদেশে চিকিৎসা না হয় ইন্ডিয়াতে নিয়ে হলেও আপনার সঠিক চিকিৎসা করানো হবে।ঠিক আছে ইমাম সাহেবের কাছে আপনার ঠিকানা দিয়ে যান।আর আগামীকাল সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে আসবেন।

বিষয়: বিবিধ

১৪০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365873
১৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৭
কুয়েত থেকে লিখেছেন : এই পুলিশ একজন ঈমানদারের পরিচয় দিলেন আল্লাহ তাহাকে উত্তম পুরুস্কার দিন এই দেশে ভালো মানুষ আছে বলেই আল্লাহ এই দেশকে এখনো হেফাজত করছেন না হয় এই দেশ গজবের উপযোগী হয়ে গেছে বহু আগে। ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ
365878
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৮:০১
জীবরাইলের ডানা লিখেছেন : অনেক ধন্যবাদ
365882
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : একজন অন্ধের উপকার হোক৷ এটাই যথেষ্ট৷ কার টাকা কোথাথেকে এল, রং কি খোঁজার দরকার নাই৷ আল্লাহ তাদের সহায় হোন৷ধন্যবাদ৷
১৬ এপ্রিল ২০১৬ রাত ১১:১১
303550
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
যথার্থ বলেছেন, সহমত
365887
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৪
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর ঘটনা । শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
365918
১৭ এপ্রিল ২০১৬ রাত ০২:৪৮
জীবরাইলের ডানা লিখেছেন : জী প্রিয় পাঠক আমরা সব জায়গাতে কারণ খোজার দরকার নেই মানুষ মানুষের জন্য সকলকে অনেক ধন্যবাদ
365978
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৭
হতভাগা লিখেছেন :
আর আগামীকাল সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে আসবেন।


০ লেটেস্ট আপডেট জানাতে থাকবেন । অনেকে নাম ফুটানোর জন্য জনসমক্ষে এরকম করে থাকে ।

বাংলাদেশের পুলিশের রেপুটেশন খুব একটা ভাল না ।

ডাক্তার বলেছেন; চোখের ক্রেনিয়া পরিবর্তন করালে আমি দেখতে পাবো।

০ কর্নিয়া কেউ দান করলে কর্নিয়া পরিবর্তন করা সম্ভব । এর জন্য বিশাল সিরিয়াল পড়ে আছে ।
365991
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৬
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File