মুসলিমদের সিন্ধুকের চাবি যখন হিন্দুদের হাতে !!!!
লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ১০ মার্চ, ২০১৬, ০৩:২৬:৩৭ রাত

দেশের শীর্ষস্থানীয় সরকারি পদগুলিতে মুসলমানের তুলনায় ব্যাপকহারে চলছে হিন্দু নিয়োগ। ৮.৫% হিন্দুদের হাতে চলে যাচ্ছে ৮০% অর্থনীতি প্রশাসনসহ নানা খাতের শীর্ষপদসমূহ । নিজ দেশেই বৈষম্যের শিকার মুসলমানরা।
এজন্যই বুঝি রাষ্ট্রধর্ম নিয়ে এত চুলকানি। কারণ তখন আর পার্সেন্ট হিসাব করা লাগবেনা !ধীরে ধীরে বেড়িয়ে আসছে থলের বিড়াল ও পুকুরচুরির তথ্য...
বাংলাদেশ ব্যাংকের আরও ৬৯৬০ কোটি টাকা গায়েব !!!
তলে তলে চলছে দেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর ষড়যন্ত্র
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ৮৭০ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়েছে। যা বাংলাদেশী মুদ্রায় ৬ হাজার ৯৬০ কোটি টাকা। আগের চুরি করা অর্থের মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইন থেকে হংকং এ চলে গেছে। এ অর্থ হ্যাকাররা নিজেদের মধ্যেই ভাগ-বাটোয়ারা করে নিয়েছে বলে সূত্র জানিয়েছে। ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ৬৪৮ কোটি টাকা উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ৮০০কোটি টাকা চুরি হয়েছে।আরও ৬৪৮ কোটি টাকা চুরি
মুসলিম যুবকেরা যখন দেশে চাকুরী না পেয়ে বিদেশে পাড়ি দিয়ে হাড়ভাঙ্গা শ্রম বিক্রি করে, দেশে ডলার পাঠাচ্ছে তাদের টাকার পাহারাদার কারা দেখে নিনঃ
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণরঃ
১)সিতাংশু কুমার শুর চৌধুরী
২) নির্মল চন্দ্র ভক্ত
৩) শুভঙ্কর পদ সাহা
৪) বিষ্ণু পদ সাহা
৫) অশোক কুমার দে
৬) সুধীর চন্দ্র দাস
৭) দাসগুপ্ত অসীম কুমার
৮) গৌরাঙ্গ চক্রবর্তী
এছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ
বিভাগগুলোর মহাব্যবস্থাপক হিসেবে
রয়েছেন-
১) প্রভাষ চন্দ্র মল্লিক
২) দেব প্রসাদ দেবনাথ
৩) স্বপন কুমার রায়
৪) দেব দুলাল রায়
৫) মনোজ কুমার বিশ্বাস
৬)মনোজ কুমার বৈরাগী
৭) দেবাশীষ চক্রবর্তী
৮) সুকমল সিংহ চৌধুরী
৯) মিহির কান্তি চক্রবর্তী
১০) শ্যামল কুমার দে
___________________________
৮০০কোটি টাকা চুরির পেছনেও দাদারা জড়িত।
এটা হওয়া স্বাভাবিক ।কারণ, "মুসলিমদের সিন্ধুকের চাবি যখন হিন্দুদের হাতে "
বিষয়: বিবিধ
১৩৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন