এ কেমন দেশপ্রেম? এক দেশপ্রেমী স্বামীর কাছে হেরে গেল আওয়ামীলীগ ও ভারত!!! স্ত্রী ইন্ডিয়া টিম সাপোর্ট করে বলে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন স্বামী।

লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ০৭ মার্চ, ২০১৬, ০৭:০৭:৫২ সন্ধ্যা



ভালবাসে বিয়া করেছিল রিপন ও টুম্পা ।ভালোই দিন কাটছিল ওদের । রিপন ও টুমপা দুই জনই ক্রিকেট খেলা পছন্দ করে ।২৪ তারিখ তারা একসাথে স্টেডিয়াম বসে খেলে দেখছে ।কিন্তু তাদের মধ্যে একটা বিষয় নিয়ে খুব জগড়া হত রিপন বাংলাদেশ সাপোট করে আর টুমপা ইন্ডিয়া ।এটা নিয়ে তাদের মধ্যে গত ২৪ তারিখ ইন্ডিয়া যেতার পর টুমপা রিপনকে অনেক রকম ব্যাঙ্গ করে ।রিপন শুদু একটা কথা বলে তুমি ইন্ডিয়া কর ভালো কিন্তু যখন বাংলাদেশের খেলা হবে তখন তোমাকে বাংলাদেশ সাপোর্ট করতে হবে ।টুম্পা কোন ভাবে মানতে রাজি নয় ।

একসময়ে তাঁদের মধ্যে অনেক বড় রকম সমস্যা হয় । যাই হোক একপযায়ে তারা দুজন থেমে যায়। কিন্তু রিপন বলে যদি বাংলাদেশ ফাইনাল খেলে তাহলে তোমার বাংলাদেশ সাপোট করতেই হবে ।তখন টুম্পা কোন কথা বলে না ।

আজ বাংলাদেশ ইন্ডিয়া খেলার জন্য রিপন টিকিট পাইনি ।সারা রাত দারিয়ে ছিল কিন্তু টিকিট পাইনি একটা ও । রিপন এর মন অনেক খারাপ সে বাংলাদেশের খেলা দেখতে পারবেনা ।দুই দিন অফিসে যায় না। আজকে বিকালে রিপন টুম্পাকে বলল তুমি আজ কোন দল ।টুম্পা বলল আমার দল একটাই তা হল ইন্ডিয়া ।রিপন এর অনেক রাগ হয় ও টুম্পার ভোটার আইডি কার্ড ছিরে ফেলে।রিপন বলে তুই ইন্ডিয়া চলে যা তোর বাংলাদেশে থাকার কোন অধিকার নাই। যারা দেশকে ভালোবাসে না তাঁদের জন্মে দোষ আছে ।এই কথা বলাতে টুম্পা অনেক রাগ করে তুমুল কাণ্ড শুরু করে। রিপন ও খুব রকম রেগে যায় ও একসময়ে রিপন বলে তোকে নিয়ে আমি আর পারছি না তুই চলে যা ।যে আমার কথা শুনে না তার সাথে আমি আর থাকতে পারবনা তোকে আমি তালাক দিব ।আমি আর পারছি না এই বলে রিপন টুম্পাকে তালাক দিয়ে দিল ।

এবার আপনারা বলেন রিপন ঠিক না টুম্পা ঠিক। দেশ প্রেম থেকে বলছি রিপন ঠিক ।কিন্তু তালাক দেয়া ঠিক হয়নি।

ঘটনাটা আমদের এক সংবাদ কর্মীর বাসার পাশে হয়েছে ।রিপনের অনুরোধে বাসার ঠিকানা দেয়া হয়নি।

বিষয়: বিবিধ

১৯৯০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361716
০৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২২
কুয়েত থেকে লিখেছেন : কোনটাই টিক হয়নি স্বামী স্ত্রীর মধ্য ভাল বাসা সবকিছুর উর্ধে। আসল কথা হলো ওদের মধ্যে ইসলামের অনুকরন অনুস্বরণ কমই ছিল। আল্লাহ আমাদেরকে ইসলামের জ্ঞান দান করুন। ধন্যবাদ আপনাকে
361718
০৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
জীবরাইলের ডানা লিখেছেন : ধন্যবাদ
361735
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:৩৬
শেখের পোলা লিখেছেন : দু জনই ভুল করেছে মাঝখান থেকে শয়তান তার উদ্দেশ্য হাসিল করে নিয়েছে৷ আল্লাহ আমাদের ইমান দিক৷
361737
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:৪৭
জীবরাইলের ডানা লিখেছেন : অনেক ধন্যবাদ#শেখের পোলা
361765
০৮ মার্চ ২০১৬ রাত ১২:৩৭
আফরা লিখেছেন : মুখে তালাক বল্লেই কি আর তালাক হয় নাকি !! তবে মুখে বলাও ঠিক না আল্লাহর আরশ কেপে উঠে ।
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:৪৮
299920
হতভাগা লিখেছেন : তালাক এর ব্যাপারে আল্লাহ একটা সূরাও নাজিল করেছেন । এতে আল্লাহর আরশ কিভাবে কেঁপে ওঠে ?
০৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
299944
আফরা লিখেছেন : জী ভাইয়া সূরা তালাক নামেই একটা সুরা আছে এবং সূরা বাকারার শেষে ও তালাকের ব্যাপারে কিছু আয়াত আছে ।

আল্লাহর রাসুলের হাদীস আছে " হাদীস : রাসূল (সাঃ) বলেছেন- মহান আল্লাহ্র নিকট হালাল কাজসমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বা রাগের উদ্রেক সৃষ্টিকারী কাজ হলো স্ত্রীকে তালাক দেয়া, ভিক্ষাবৃত্তি করা। "

আরেকটা হাদীস আমি শুনেছিলাম রাসুল (সাঃ)বলেছেন "তোমরা বিয়ে কর তালাক দিও না।তালাক উচ্চারনে আল্লাহর আরশ কেঁপে উঠে"

আমি হাদীস গুলো সহীহ কিনা জানিনা ।
361769
০৮ মার্চ ২০১৬ রাত ০১:২৯
দ্য স্লেভ লিখেছেন : তারা বেকুফ। ইসলামের জ্ঞান নেই। এটা স্রেফ খেলা। এখানে হার জিত আছে কিন্তু খেলাটা যখনই শরীর চর্চা উদ্দেশ্য না হয়ে মহা বিনোদন,ববসায় পরিনত হয় তখন পক্ষ বিপক্ষ নিয়ে বেশী মাতামাতি হয়,ক্রেজ তৈরী হয়।

যাইহোক লোকটা একটা অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মহা ফাউল করেছে। এভাবে অবশ্য তালাক দেওয়া যায়না। তবে অনেক আলেম বলেছেন এভাবে তালাক হয়ে যায়। অন্য বহু আলেম বলেছেন এভাবে তালাক দেওয়ার বিধান না থাকলেও তালাক হবে কিন্তু ১টি তালাক হবে। পরের গুলি ারবর্তী ২ মাসে দেওয়ার সুযোগ আছে অথবা পুনরায় মিলমিশ হলে তালাকটি বাতিল হবে। আমি এটাকে সমর্থন করি। এভাবে তালাক দিলে হযরত ওমর(রাঃ)শাস্তি দিতেন সেসময়ে।....তালাকটি হয়নি...অবশ্য বিজ্ঞরা ভিন্ন মত পোষন করতে পারেন। আল্লাহ আমাদেরকে এসব থেকে হেফাজত করুন
361938
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:৫০
হতভাগা লিখেছেন : টুম্পা ভারতীয় সিরিয়াল দেখে দেখে ভারতপ্রেমী হয়ে গিয়েছে । ব্যাপারস্‌ না , বাংলাদেশের ম্যাক্সিমাম আধুনিক মেয়েই এরকম মানসিকতার ।

খেলাটা যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের হত তখন টুম্পার দেশপ্রেম উথলিয়ে উঠত ।
362068
১০ মার্চ ২০১৬ বিকাল ০৫:২২
জীবরাইলের ডানা লিখেছেন : ইসমাঈল ইবনু আবদুল্লাহ (রহঃ) আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সময়ে তাঁর স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিলেন। উমর ইবনু খাত্তাব (রাঃ) এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে নির্দেশ দাও, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে এবং নিজের কাছে রেখে দেয় যতক্ষণ না সে মহিলা পবিত্র হয়ে পূনরায় ঋতুমতী হয় এবং আবার পবিত্র হয়। এরপর সে যদি ইচ্ছা করে, তাকে রেখে দিবে- আর যদি ইচ্ছা করে তবে সহবাসের পূর্বে তাকে তালাক দেবে। আর ঐ-ই তালাকের পদ্ধতি, যে পদ্ধতিতে আল্লাহ তা-আলা স্ত্রীদের তালাক দেওয়ার বিধান রেখেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File