অপেক্ষা......
লিখেছেন লিখেছেন আরোহি হাছান ২২ জানুয়ারি, ২০১৬, ০৯:০৩:৩৭ রাত
বেগুনী রঙের শাড়ী পড়া
ফেলে যাওয়া তোমার সেই পুরোনো ছবির দিকে
এখনো তাকিয়ে থাকে আমার অপেক্ষা.........
জানিনা তুমি খুঁজবে কি'না
ফেলে যাওয়া সে রাস্তায়,,,
হারিয়ে যাওয়া সেই পথে
আজও আমিই খুঁজে যাচ্ছি তোমায়........
ধুলোবালি মেখে
আঁকাবাঁকা পথে ছিলে তুমি,,,
ধুলোবালি মুছতে মুছতে
হারিয়ে ফেলেছি আজ তোমার মাঝেই আমি.....
হাজার মাইল দূর দুরন্তে
খুঁজেছি তোমায়,,,
নিস্তব্ধতার গন্তব্যহীন মেঠোপথে
হারিয়ে ফেলেছি আজ আমি আমায়......
আজও এই আমি শুধু তোমারই প্রতিক্ষায়…….
অপেক্ষায় আছি
তোমাকে খুঁজে পাওয়ার সেই অপেক্ষা……
Aarohi Hasan.....
বিষয়: সাহিত্য
৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন