বুঝতে যদি আমায়

লিখেছেন লিখেছেন মু নি র মু হা ম্ম দ ২২ জানুয়ারি, ২০১৬, ০৮:৫৪:১৭ রাত

আমি বার বার ইচ্ছে করে হেরে গেছি তোমার কাছে,

তুমি বুঝবে, এবং ভালবাসবে এই আশায়।

আমি কখনই পুরুষ হয়ে আসিনি তোমার পাশে

শুধু অকৃত্রিম প্রেমের অসীম আকুলতায়।

আমি কাবিনের জেরে প্রাপ্ত অধিপতি হয়েও থাকিনি

তোমাকে হৃদয়ের বাগানে রাজত্ব দেয়ার ব্যাকুলতায়।

অথচ তুমি আমাকে দুর্বল ভাবলে,

ভাবলে তুমি হীন আমি অপরাগ,

আমাকে তুমি দূরে ঠেলে রাখলে,

রুদ্ধ রাখলে বিশ্বাসের বন্ধ কপাট।

হার-জিতের দ্বন্দ্বে বন্দী আর দশজন নারীবাদীর মতো

তুমিও আমাকে মাপলে পুরুষ করে, প্রেমিক করে নয়।

স্বামীর উপর স্ত্রীর ক্রমাগত জয়াভিযানের মতো

তুমিও আমার উপর বিজয়ী হতে চাইলে স্বার্থপরের মতো।

স্বার্থপরেরা বরাবরই অন্ধ হয়,

নিজের ভালোটাও তখন দেখতে পারে না ওরা।

তুমিও তেমন অন্ধ হলে সর্বময়,

তোমার বিজয়ও দেখেনি তোমার চোখের তারা।

অথচ আমি বার বার হেরে গিয়ে জিতিয়ে দিয়েছিলাম তোমায়।

তুমি বার বার হেরে গেছো ভেবে দূরে দূরে রেখেছো আমায়।

মুনির মুহাম্মদ (২১-০১-১৬) সকাল ১১ টা

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357457
২২ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। Excellent ধন্যবাদ আপনাকে
২২ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৫
296592
মু নি র মু হা ম্ম দ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File