মওলানা নিজামী ইস্যু চাপা দিতেই বিএনপি-মোসাদ সম্পর্ক ইস্যু? মুসলিম বিশ্বে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা নয়তো?

লিখেছেন লিখেছেন ইরফান ভাই ১৫ মে, ২০১৬, ০৮:১৭:৩৭ রাত

সম্প্রীত মওলানা নিজামী বিতর্কিত ট্রাইভুনালে ফাসিঁ দেওয়া এবং এর পরবর্তী মুসলিম বিশ্বে ব্যাপক নিন্দা ও সারা বিশ্ব বিশেষ করে মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশ তথা শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করে দেওয়া সহ সরকার এখন কার্জত অবরোদ্ধ হয়ে গিয়েছে।এখন সরকারের সম্ভল হিসেবে প্রতিবেশী ভারত ও মুষ্টিমেয় বামপন্থি নেতা ও তাদের নিয়ন্ত্রিত মিডিয়া ছাড়া অন্যকিছুই নেই।যখন মওলানা নিজামীকে কেন্দ্র করে দেশ-বিদেশে সরকার বেশ বেকায়দায় রয়েছে ঠিক তখনই হঠাৎ করে আবিষ্কার হল বিএনপির এক আন্চলিক নেতার সাথে ইসরায়েল তথা ইহুদিদের মোসাদের তথাকথিত সম্পর্কের কথা।এইটি আবিষ্কার করল সরকারের পরিচালিত মিডিয়া।(উল্লেখ্য শেখ হাসিনার ছেলে সজীব জয়ের স্ত্রী একজন ইহুদি)..অন্যদিকে আসলাম চৌধুরীর দাবি,তিনি গত মার্চে ব্যক্তিগত সফরে ভারতে গেলে অন্য একজনের মাধ্যমে সাফাদির সঙ্গে তাঁর পরিচয় হয়।তাঁরা বিভিন্ন পর্যটন এলাকায় একসঙ্গে ঘুরেছেন,খাওয়াদাওয়া করেছেন।কিন্তু কোনো বৈঠক করেননি।এদিকে,বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে।অন্যদিকে এই ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন,প্রধানমন্ত্রী নিজের ঘরে ইহুদী রেখে অন্যের ঘরে ইহুদী খোঁজার চেষ্টা করছেন""..জনগন জানে যে,বিএনপি এর মত একটি ইসলামপন্তী জাতীয়তাবাদী দল মোসাদের মত দুর্ধর্ষ একটি বিতর্কিত বাহিনীর সাথে কখনোই সম্পর্ক রাখবে না।যদিও সবাই জানেন,বর্তমান আওয়ামী লীগ সরকারকে ২০১৩ সাল থেকে ক্ষমতায় বসিয়ে রেখেছে একমাত্র ভারতই।এবং বাংলাদেশের অভ্যন্তরে এখন ভারতীয় দুর্ধর্ষ সংস্তা "র" এর আনাগোনা ব্যাপক।মুসলিম বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও বিএনপি-জামায়াত জোঠের গ্রহনযোগ্যতা সব সময়ই এড়িয়ে চলত বামপন্থি মিডিয়া।সব মিলিয়ে জনমনে এখন প্রশ্ন,"নিজামীর ফাসিঁ ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যার্থতা চাপা দেওয়ার নতুন ইস্যু? নাকি এটিও বিএনপিকে জনবিচ্ছিন্ন করার নতুন ষড়যন্ত্র?? আন্তর্জাতিক বিশেষ করে মুসলিম বিশ্বের সাথে বিএনপি-জামায়াতের সম্পর্কের বিরোধ সৃষ্টি করার উদ্দেশ্য নয়তো?

বিষয়: বিবিধ

৩৪৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369171
১৫ মে ২০১৬ রাত ০৯:২৭
বার্তা কেন্দ্র লিখেছেন : সঠিক কথন ভাই।
369172
১৫ মে ২০১৬ রাত ০৯:৩৪
ইরফান ভাই লিখেছেন : ধন্যবাদ। আপনার পোস্টেরর সাথে আমার পোস্ট সময় +লেখা প্রায় মিল!!!" (আশা করি শেয়ার করবেন)
369176
১৫ মে ২০১৬ রাত ০৯:৩৮
অনেক পথ বাকি লিখেছেন : কিছু ইস্যু অটো তৈরি হয়। তবে বেশীর ভাগই সরকারের পরিকল্পনা মাফিক হয়।
369177
১৫ মে ২০১৬ রাত ০৯:৩৯
হতভাগা লিখেছেন : ইসরায়েলকে নিয়ে খেলাটা কি ঠিক হচ্ছে আওয়ামী লীগের ? এটা যদি ইসরায়েলেরই শিখিয়ে দেয়া চাল না হয় তাহলে আওয়ামী লীগ একটা কাঁচা কাজই করলো ।
369178
১৫ মে ২০১৬ রাত ০৯:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজেদের ঢাকার জন্য অন্যর উপর দোষ চাপান।
369195
১৬ মে ২০১৬ রাত ১২:৫৫
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : আওয়ামীলীগ বরাবরেই একটা শয়তানী কৌশলী দল। তারা প্রথম থেকেই একটা ঘটনাকে চাঁপা দিতে নতুন আর একটি ঘটনা ঘটায়। এখানেও তাই করেছে।
369196
১৬ মে ২০১৬ রাত ০১:১০
ইরফান ভাই লিখেছেন : বর্তমান আওয়ামি এমন একটি দল যার সাথে শুধুমাত্র এরশাদের পার্টির সাথেই তুলনা করা যায়।কারন দুদলই জনগন থেকে অনেক দূরে চলে গিয়েছে।
369204
১৬ মে ২০১৬ সকাল ০৬:২১
কমরেড ফারুক লিখেছেন : রাইট।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File