অবশেষে মুক্তি ফেলেন জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামি!!!
লিখেছেন লিখেছেন ইরফান ভাই ১১ মে, ২০১৬, ০৩:০২:৩৪ দুপুর
অবশেষে জামিলের কারাগারে দীর্ঘদিন বন্দী থারাক পর গতকাল অর্থাৎ ১০ মে (১১ মে) রাত ১২.১০ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।বিতর্কিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইভুনালে সরকারের সাজানো সাক্ষী ও বিচারকের মাধ্যমে তাকে বিচার কারানোর কথা হয়েছিল।সেই আদালতে তাকে ফাসিঁর রায়ও দেওয়া হয়েছিল।কিন্তু দেশ-বিদেশের বহু ওলামায়ে কেরামগন তার এই সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও শুধুমাত্র ভারতবিরোধীতা হওয়াই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আলেমকে হত্যার চেষ্টা করা হয়।তবে সব জল্পনা-কল্পনা এর অবসান ঘটিয়ে গতকাল তাকে এই পৃথিবী তথা জালেমের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বুধবার রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতের দীর্ঘদিনের
আমিরকে মুক্তি দেওয়া হয়।তবে কারও কারও মতে কাকে মুক্তি নয়,মূলত তাকে "ফাসিঁ" দেওয়া হয়েছে।তবে আমি মনে করি তাকে "ফাসিঁ" নয় "মুক্তি" দেওয়া হয়েছে।মুক্তির আগে নিজামি সাহেব আল্লাহর কাছে "তাকে দীর্ঘদিন বন্দী রাকার জন্য হাসিনার বিচার চেয়েছেন" বলে জানা গেছেন।তবে তার মুক্তিতে বাংলাদেশের ইসলাম প্রতিষ্টা আরও বেগবান হবে বলে আশাবাদ বক্ত সারা দেশের লক্ষ লক্ষ ইসলাম পহ্নী সাধারন মানুষ।তার এই মুক্তি পাওয়াকে জনগন ইখুয়ানুল মুসলিমুন,হাসানুল বান্না, এবং সারা বিশ্বে জালেমদের হাতে শহীদ হওয়া মজলুমকে উৎসর্গ করেছেন।সারা পৃথিবীর সচেতন মানুষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে সরকারের রাজনৈতিক হাতিয়ার বলেও সমালোচনা করছে।১৯৭১ সালে তারা মুসলিম রাষ্ট্র পাকিস্তান ভেঙ্গে ভারতের অঙ্গরাজ্য তথা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করলেও কোনো অপরাধের সাথে সাবেক সফল মন্ত্রী,সাংসদ নিজামি সাহেব জড়িত ছিলেন না।তবে হাসিনার দাবি,স্বচ্ছ বিচার প্রকিয়ার মাধ্যমেই ট্রাইব্যুনাল রায় দিচ্ছে।মতিউর রহমান নিজামী হচ্ছেন জামায়াতের চতুর্থ
নেতা ১৯৭১ সালে যুদ্ধাপরাধের মামলায় কারাগার থেকে মুক্তি দেওয়া হলো।তবে বাংলাদেশে ইসলাম প্রতিষ্টার জন্য এই সুসংবাদ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হল।
বিষয়: বিবিধ
১৪৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন