Rose Roseতোমাকে স্বরনে Rose Rose

লিখেছেন লিখেছেন সাদাফ লুলু ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৫০:৫৭ সকাল

যখন তুমি প্রবাসে রিক্ত হয়েছি, অশ্রু ঝড়িয়েছি, তব শেয়ার করিনি জনে জনে।

কেঁদেছি ব্যথায় অন্তর যাতনায় এক অন্তর্যামীর সনে নিরব সঙ্গোপনে।

অনেক সাধনায় অনেক প্রার্থনায় দিয়েছেন তিনি তোমায়।

তোমারই কাছে থাকার প্রয়াসে প্রার্থনা ছিলো সদায়।

অনেক সাধনা আর আরাধনার পরে পৌছালেন আমায় তোমার তরে।

জীবনের বাকি সময় তোমারী থাকতে চাই, পরোপারেও চাই চিরসাথী করে।

বাকি জীবনও সাথী থেকো তুমি দিও না'কো হৃদয়েতে ব্যাথা।

আমি না থাকলেও আমাকে স্বরাবে তোমায় আমার লেখা ডায়রীটা।

::::::::::>লু'লু

বিষয়: সাহিত্য

১০০৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358470
০৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১২
আবু জান্নাত লিখেছেন : উত্তম লিখেছেন, ধন্যবাদ।
০৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৭
297743
সাদাফ লুলু লিখেছেন : ধন্যবাদ ভাইয়া এব্লগে আপনার আগমনকে স্বাগত জানাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File