জীবনের ভার্চুয়াল স্বাদ
লিখেছেন লিখেছেন সাদাফ লুলু ২৬ ডিসেম্বর, ২০১৫, ০১:১৩:৪০ রাত
শুনেছি পাথর যুগ, তারপর মানুষ লিখেছিল। লেখনীর উন্নতি পেরিয়ে এখন ভার্চুয়াল যুগ। কিন্তু মন তো 'মন'ই র'য়ে গেছে। সে-ই পুরোনো ভাব, সে-ই ভালবাসা, সে-ই আবেগের পুরোটাই বর্তমান। যার কোন মৃত্যু নেই। ধর্ম বলে, ওপারেও চলতে থাকবে এপারের ভালোবাসাবাসি।
জীবন এমন যে, মিলনের পূর্বে কত কথা থাকে; যেন ফুরোয় না। মিলনের পরে জীবনের গভীরে প্রবেশের পরও কত কথা জমে উঠে পরতে পরতে। বলার সময় কই? নুন-পানি থেকে নিয়ে সন্তান প্রতিপালন; কত কথার ভিড়ে হারিয়ে যায় আবেগের, ভালবাসার কথাগুলো। জীবনটাও হারিয়ে যাচ্ছে মহাকালের আলো অথবা অন্ধকারে...।
আর কিছু না, জীবন-তুফানের ঝড়ো হাওয়ার তোড়ে মনের না বলা কথা গুলো বলতে চাই এ ব্লগের কীবোর্ডে-স্ক্রীনে। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা।
আর তোমাকে ভালবাসা- লু'লু'।
::::::::::>সাদাফ
বিষয়: সাহিত্য
১১৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন