আয় কোনো সৎমহাপুরুষ যদি বেঁচে থাকিস।
লিখেছেন লিখেছেন উন্মাদ বুদ্ধিজীবী ১৩ ডিসেম্বর, ২০১৫, ০২:৩০:১০ রাত
আমি সেই জাতি নয়, যার পিতা শেখ মুজিবুর রহমান। আমি সেই সৈনিক নয় যা জিয়াউর রহমানের আদর্শ। আমি হুসেইন মোহাম্মদ এরশাদের অনুসারী নই। আমি নই কোন জঙ্গি সংগঠনের উগ্র সদস্য। আমি সাংবিধানিক ভাবে স্বাধীন, আমার ব্যক্তিগত সার্বভৌমত্ব আছে,,আমার ধর্মীয় বিধি-নিষেধ আছে,, আমি একাই সিদ্ধান্ত নেয়ার অধিকারী,,,সুতরাং গনতন্ত্র রক্ষার্থে আমি কেনো বারবার তাদেয় ছায়ায় যাই যারা আদৌ আমাকে গনতান্ত্রিক স্বাধীনতা দেয়নি।
আার নয় "নৌকা" আর নয় "ধানের শীষ",,
আয় কোনো সৎমহাপুরুষ যদি বেঁচে থাকিস।
বিষয়: রাজনীতি
৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন